Shreyanka Patil : ১৪ হাজার কিমি দূর থেকে এল ডাক, হরমন-স্মৃতিদেরও পিছনে ফেললেন আরসিবি তারকা

Caribbean Premier League : মেয়েদের প্রিমিয়র লিগে আরসিবির হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। ২০ বছরের শ্রেয়াঙ্কা এ বার বিদেশি লিগে খেলবেন।

Shreyanka Patil : ১৪ হাজার কিমি দূর থেকে এল ডাক, হরমন-স্মৃতিদেরও পিছনে ফেললেন আরসিবি তারকা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 1:56 PM

কলকাতা : মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণেই নজর কেড়েছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। কর্নাটকের তরুণ স্পিনার শ্রেয়াঙ্কা (Shreyanka Patil) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। ২০২৩ উইমেন্স প্রিমিয়র লিগে আরসিবির হয়ে সর্বাধিক উইকেট নেন ডানহাতি স্পিনার। এখানেই শেষ নয়। সম্প্রতি হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এ। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়াঙ্কা। দুটি ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৯। দেশের এই তরুণ প্রতিভা এ বার বিদেশি টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পেয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (Caribbean Premier League) খেলবেন শ্রেয়াঙ্কা। এই নজির হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদেরও নেই। সিপিএলের টিম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন ভারতের তারকা ক্রিকেটার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ৩০ জুন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আসন্ন সংস্করণের জন্য প্লেয়ার ড্রাফটে শ্রেয়াঙ্কাকে সই করিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শ্রেয়াঙ্কা ড্রেসিংরুম ভাগ করে নেবেন নিউজিল্যান্ডের সুজি বেটস, সোফি ডিভাইন, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলের সঙ্গে। আরসিবিতেও শ্রেয়াঙ্কার সতীর্থ সোফি ডিভাইন। ভারতের পুরুষ ক্রিকেটারদের মতো মহিলা ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় নিষেধাজ্ঞা নেই। স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌর, জেমিমা রড্রিগেজরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড -সহ বিভিন্ন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের এটি দ্বিতীয় মরসুম। মাত্র তিনটি টিম খেলে এই লিগে। বার্বাডোস রয়্যালস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩১ অগস্ট থেকে ১০ সেপ্টেম্বর চলবে এই টুর্নামেন্ট। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স।

শ্রেয়াঙ্কা বিরাট কোহলির বড় ফ্যান। ছোট থেকে বিরাট কোহলিকে খেলতে দেখে বড় হওয়া। দেশের প্রাক্তন অধিনায়ককে আদর্শ মনে করেন শ্রেয়াঙ্কা। উইকেট নেওয়ার পর বিরাটের কায়দায় সেলিব্রেশন করেন। ইমার্জিং এশিয়া কাপে কোহলির মতো আগ্রাসী সেলিব্রেশন করে শিরেনামে উঠে এসেছিলেন শ্রেয়াঙ্কা। তিনি বলেন, “বিরাট কোহলির আমার আদর্শ। তাই এমনটা হওয়া স্বাভাবিক।”