Indian Team Jersey Sponsor : টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর হল জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ, চুক্তি কত বছরের?

Team India : নয়া ফ্যান্টাসি ক্রিকেট গেমিং অ্যাপের সঙ্গে গাঁটছড়া বাঁধল বিসিসিআই। বাইজুসের জায়গায় এ বার বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সিতে দেখা যাবে নতুন স্পনসর।

Indian Team Jersey Sponsor : টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর হল জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ, চুক্তি কত বছরের?
টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর হল জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ, চুক্তি কত বছরের?Image Credit source: BCCI Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 12:47 PM

নয়াদিল্লি : অপেক্ষার অবসান। পুরনো স্পনসরেই আস্থা রাখল বিসিসিআই (BCCI)। আসলে, রোহিত শর্মা-বিরাট কোহলিদের জার্সিতে গত কয়েক মাস ছিল না কোনও স্পনসর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় ক্রিকেটাররা বিনা জার্সি স্পনসর ছাড়াই খেলেছিল। এ বার ভারতীয় জার্সিতে ফিরছে চেনা স্পনসর। জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ১১ হল ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পনসর (Jersey Sponsor)। যদিও ওই প্রথম বার নয়। অতীতেও ড্রিম ১১ ভারতের জার্সি স্পনসর ছিল। আজ ১ জুন, শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতের জার্সি স্পনসরের নাম সরকারি ভাবে ঘোষণা করা হল। নতুন স্পনসরের সঙ্গে কত বছরের চুক্তি করল বিসিসিআই? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতীয় টিমের জার্সি স্পনসর হিসেবে ড্রিম ১১ এর সঙ্গে কত বছরের চুক্তি করেছে বিসিসিআই?

টিম ইন্ডিয়ার নয়া জার্সি স্পনসর ড্রিম ১১ এর সঙ্গে আগামী তিন বছরের চুক্তি করেছে বিসিসিআই।

কবে থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে নয়া স্পনসরের লোগো?

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে নয়া স্পনসরের লোগো।

২০২৩ সালের নভেম্বর অবধি ভারতীয় বোর্ডের সঙ্গে বাইজুসের চুক্তি ছিল। কিন্তু বাইজুস চুক্তি শেষ হওয়ার আগেই বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কে ইতি টানে। গত ১৪ জুন বিসিসিআই নতুন জার্সি স্পনসরের খোঁজে টেন্ডার ডেকেছিল। কিছু নির্দিষ্ট ব্র্যান্ড উল্লেখ করা ছিল, যারা টেন্ডার ডাকতে পারবে না। ফ্যান্টাসি স্পোর্টস গেমিং এর জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ওই টেন্ডার থেকে বিসিসিআইয়ের নতুন চুক্তি হল ড্রিম ১১ এর।

এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ভারতীয় টিমের জার্সিতে এখন থেকে ড্রিম ১১ স্পনসর দেখা যাবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ ​​চক্রে টিম ইন্ডিয়ার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ।’

বিসিসিআই সভাপতি রজার বিনি ওই বিবৃতিতে বলেন, ‘আমি ড্রিম ১১-কে অভিনন্দন জানাই। বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর থেকে এখন লিড স্পনসর হওয়ায়। এর ফলে বিসিসিআই ও ড্রিম ১১ এর মধ্যে পার্টনারশিপ আরও শক্তিশালী হয়েছে।’

ড্রিম ১১-র কো-ফাউন্ডার এবং সিইও হর্ষ জৈন ওই বিবৃতিতে বলেছেন, ‘বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার সঙ্গে ড্রিম ১১ দীর্ঘস্থায়ী পার্টনারশিপ করতে পেরে রোমাঞ্চিত। ড্রিম ১১- র মাধ্যমে আমরা এক বিলিয়ন ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ভাগ করে থাকি। এবং জাতীয় দলের প্রধান স্পনসর হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ভারতীয় ক্রীড়া ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য মুখিয়ে রয়েছি।’