INDIA vs USA: আগুনের গোলা… IND-USA ম্যাচের আগে বিরাট বন্দনায় মাতলেন পাক বংশোদ্ভূত আলি খান

Jun 12, 2024 | 3:54 PM

T20 World Cup 2024: নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপে ভারত-আমেরিকা (India vs USA) ম্যাচের আগে মার্কিনি ক্রিকেটাররা ভারতীয় টিমের বিরুদ্ধে খেলতে যাওয়ার আবেগ, অনুভূতি নিয়ে জানিয়েছেন। সেখানেই পাক বংশোদ্ভূত আলি খান বিরাট বন্দনায় মেতেছেন।

INDIA vs USA: আগুনের গোলা... IND-USA ম্যাচের আগে বিরাট বন্দনায় মাতলেন পাক বংশোদ্ভূত আলি খান
INDIA vs USA: আগুনের গোলা... IND-USA ম্যাচের আগে বিরাট বন্দনায় মাতলেন পাক বংশোদ্ভূত আলি খান
Image Credit source: X

Follow Us

কলকাতা: এক, দুই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৫জন ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত। যে কারণে টি-২০ বিশ্বকাপে আজকের ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ হতে চলেছে ‘মিনি ভারত’ এর লড়াই। মনাঙ্ক প্যাটেল, সৌরভ নেত্রভালকর, হরমীত সিং, জসদীপ সিং, মিলিন্দ কুমার— আমেরিকা ক্রিকেট টিমের এই ৫ ক্রিকেটার হলেন ভারতীয় বংশোদ্ভূত। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-আমেরিকা (India vs USA) ম্যাচের আগে মার্কিনি ক্রিকেটাররা ভারতীয় টিমের বিরুদ্ধে খেলতে যাওয়ার আবেগ, অনুভূতি নিয়ে জানিয়েছেন। সেখানেই পাক বংশোদ্ভূত আলি খান বিরাট বন্দনায় মেতেছেন।

আমেরিকার ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার কথা তিনি স্বপ্নে ভাবতেন। তা সত্যি হতে তলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা যে ঘটবে, তা স্বপ্নে দেখতাম। হঠাৎ করেই দেখব রোহিত শর্মার সঙ্গে টস করছি। মনে হবে যেন সত্যি নয়। ম্যাচটা বেশ চাপের হতে চলেছে। তবে আমরা এই মুহূর্তে অতিরিক্ত ফোকাস করতে চাইছি না। আমরা প্রতিটা দলের বিরুদ্ধে নিজেদের ব্যান্ড অব ক্রিকেটটা তুলে ধরতে চাইছি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে, বিশেষ করে বিরাটের বিরুদ্ধে খেলার আগে বলেন, ‘বিরাট কোহলি সব সময় আমার পছন্দের একজন। তাঁর বিরুদ্ধে খেলতে চলেছি, দারুণ লাগছে। মাঠের মধ্যে ও দারুণ প্যাশনেট। আমিও একইরকম। যদি মাঠের মধ্যে উত্তেজনা ছড়ায়, তা হলে উত্তাপ বেশি টের পাওয়া যাবে। আগুনের সঙ্গে খেলার জন্য আগুন নিয়ে খেলতে হবে। ও সেই জায়গাটা করে নিয়েছে। যে কারণে ওকে সবাই কিং কোহলি বলে।’

আমেরিকা টিমের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হরমিত সিং বলেন, ‘রোহিত শর্মাকে দেখে আমি বড় হয়েছিল। রোহিত আমার স্কুলেরই ছেলে। সঞ্জু, কুলদীপের সঙ্গে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিভাগে খেলেছি। অক্ষরের সঙ্গে আমি খেলেছি। তাই ওদের বিরুদ্ধে খেলতে মজা হবে।’

Next Article