ISL 2021-22: ৫ ম্যাচ নির্বাসিত পেরোসেভিচ

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (NEUFC) বিরুদ্ধে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন এসসি ইস্টবেঙ্গলের ক্রোট ফুটবলার পেরোসেভিচ। এই লাল-হলুদে একমাত্র তাঁর খেলাই নজর কাড়ছিল। কিন্তু তিনি এ বার বড়সড় শাস্তি পাওয়ায় নিঃসন্দেহে আরও চাপ বাড়ল। পেরোসেভিচের ইস্যুটি খতিয়ে দেখেই তাঁকে ৫ ম্যাচ নির্বাসনের সাজা দিল ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

ISL 2021-22: ৫ ম্যাচ নির্বাসিত পেরোসেভিচ
নির্বাসিত পেরোসেভিচ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 7:54 PM

ভাস্কো: লাল-হলুদের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। আইএসএলে (ISL) জয়ের দেখা নেই, মাঝপথেই কোচ বদল– এ সবের মাঝেই আবার ধাক্কা এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal)। আইএসএলে ৫ ম্যাচ নির্বাসিত অ্যান্টোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা। রেফারির গায়ে হাত দেওয়ার জন্য তাঁকে ৫ ম্যাচ নির্বাসিত করল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (NEUFC) বিরুদ্ধে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছিলেন এসসি ইস্টবেঙ্গলের ক্রোট ফুটবলার পেরোসেভিচ। এই লাল-হলুদে একমাত্র তাঁর খেলাই নজর কাড়ছিল। কিন্তু তিনি এ বার বড়সড় শাস্তি পাওয়ায় নিঃসন্দেহে আরও চাপ বাড়ল। পেরোসেভিচের ইস্যুটি খতিয়ে দেখেই তাঁকে ৫ ম্যাচ নির্বাসনের সাজা দিল ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

২৪ জানুয়ারি হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধেই মাঠে নামতে পারবেন অ্যান্তোনিও পেরোসেভিচ। তবে জরিমানার অর্থ মিটিয়েই মাঠে নামার অনুমতি পাবেন তিনি। যদিও পেরোসেভিচের শাস্তি কমানোর জন্য ১০ দিনের মধ্যে আবেদন করতে পারবে এসসি ইস্টবেঙ্গল। যদিও এর আগে পেরোসেভিচের ক্ষমা চেয়ে ফেডারেশনকে চিঠি পাঠানো হয়েছিল। তাতে কাজ না হওয়ায় ফের একবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে চিঠি পাঠাবে লাল-হলুদ।

আরও পড়ুন: ISL 2021-22: জানুয়ারিতে দেশের হয়ে খেলতে যাচ্ছেন না রয় কৃষ্ণা