ISL 2021-22: জানুয়ারিতে দেশের হয়ে খেলতে যাচ্ছেন না রয় কৃষ্ণা
জানুয়ারিতে আইএসএলের (ISL) ঠাসা সূচি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। তার মধ্যে রয়েছে ২৯ জানুয়ারির বড় ম্যাচও। জাতীয় দলের হয়ে খেলতে গেলে কৃষ্ণাকে অনেকগুলো ম্যাচে পেত না সবুজ-মেরুন শিবির। কোভিড পরিস্থিতির মধ্যে কোয়ারান্টিনে থেকেই খেলতে হবে।
কলকাতা: জানুয়ারিতে জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন না এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা ফুটবলার রয় কৃষ্ণা (Roy Krishna)। মার্চেই প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবে ফিজি (Fiji)। ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের (OFC) অন্তর্গত ফিজিকে খেলতে হবে নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড আর পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। তার আগে নতুন বছরের শুরুতেই মালয়েশিয়ায় দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ফিজি। সেই দুটো ফ্রেন্ডলি ম্যাচেই নেই রয় কৃষ্ণা। বাগান সমর্থকদের কাছে যা নিঃসন্দেহে খুশির খবর।
জানুয়ারিতে আইএসএলের (ISL) ঠাসা সূচি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। তার মধ্যে রয়েছে ২৯ জানুয়ারির বড় ম্যাচও। জাতীয় দলের হয়ে খেলতে গেলে কৃষ্ণাকে অনেকগুলো ম্যাচে পেত না সবুজ-মেরুন শিবির। কোভিড পরিস্থিতির মধ্যে কোয়ারান্টিনে থেকেই খেলতে হবে। এছাড়া জাতীয় দলের হয়ে খেলতে গেলে, ভারতে এসেও বাধ্যতামূলক কোয়ারান্টিনে যেতে হত কৃষ্ণাকে। শেষ পর্যন্ত এটিকে মোহনবাগানের স্বার্থে জাতীয় দলের খেলতে না যাওয়ার সিদ্ধান্তই নিলেন বাগানের সুপারস্টার।
আগামিকাল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। আপাতত সেই ম্যাচেই ফোকাস করছেন রয় কৃষ্ণা। আগামিকালের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে উপরে উঠে আসবে সবুজ-মেরুন।
আরও পড়ুন: India vs South Africa: চোট পেয়ে মাঠের বাইরে জসপ্রীত বুমরা