SC East Bengal: বরখাস্ত লাল-হলুদের কোচ দিয়াজ
সূত্রের খবর, অন্তর্বর্তী কোচ হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন এসসি ইস্টবেঙ্গলের অপর সহকারী কোচ রেনেডি সিং (Renedy Singh)। একই সঙ্গে টিমের ম্যানেজার হিসেবে নিযুক্ত মৃদুল বন্দ্যোপাধ্যায়ও (Mridul Banerjee) আপাতত দল সামলাবেন। যদিও এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। যদিও নতুন করে কাউকে কোচের দায়িত্ব দিতে চাইছে না এসসি ইস্টবেঙ্গল।
কলকাতা: টানা ব্যর্থতার জের। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচ পদ থেকে বরখাস্ত হোসে মানোলো দিয়াজ (Jose Manuel Diaz)। আইএসএলে স্প্যানিশ কোচের অধীনে একটা ম্যাচও জিততে পারেনি লাল-হলুদ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে এসসি ইস্টবেঙ্গল। ৪টে ম্যাচে ড্র আর ৪টে-তে হার। হতশ্রী পারফরম্যান্সের পরই মানোলোকে বরখাস্ত করার চিন্তাভাবনা শুরু করে টিম ম্যানেজমেন্ট। অবশেষে দুই তরফের সমঝোতাতেই চুক্তি বিচ্ছেদ হয়।
মানোলো দিয়াজকে মরসুমের মাঝপথে সরাসরি সরিয়ে দিলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হত এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনার পরই রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের প্রাক্তন কোচকে পদত্যাগ করতে বাধ্য করেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। লাল-হলুদে আসার সময় নিজের সহকারী হিসেবে স্পেনেরই আরেক কোচকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন মানোলো। দিয়াজের সঙ্গে তিনিও চলে যাচ্ছেন।
সূত্রের খবর, অন্তর্বর্তী কোচ হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন এসসি ইস্টবেঙ্গলের অপর সহকারী কোচ রেনেডি সিং (Renedy Singh)। একই সঙ্গে টিমের ম্যানেজার হিসেবে নিযুক্ত মৃদুল বন্দ্যোপাধ্যায়ও (Mridul Banerjee) আপাতত দল সামলাবেন। যদিও এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। যদিও নতুন করে কাউকে কোচের দায়িত্ব দিতে চাইছে না এসসি ইস্টবেঙ্গল। কারণ লাল-হলুদের এই বিশ্রী পারফরম্যান্সের উন্নতি হওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টও এ বারের আইএসএলটা কোনও ভাবে শেষ করে দিতে চাইছে। সেই মনোভাব একেবারে স্পষ্ট। নতুন কোনও কোচ এলে তাঁকে ভারতে এসে কোয়ারান্টিনে যেতে হবে। তারপর দলের সঙ্গে কাজ শুরু করতে পারবে। তাই রেনেডি আর মৃদুলকে দিয়েই বাকি ম্যাচগুলো কাটিয়ে দেওয়ার পরিকল্পনা বিনিয়োগকারী সংস্থার।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের কার্ডিয়াক প্যারামিটারের দিকে বিশেষ নজর দেওয়ার বার্তা বিশিষ্ট চিকিত্সকের