Argentina: দুরন্ত গোলে ছুটি ব্রাজিলের, প্যারিস অলিম্পিকের জন্য আশ্চর্য প্রস্তাব মেসিকে!
লাতিন আমেরিকার যোগ্যতা পর্বের বড় ম্যাচে ১-০ জিতে অলিম্পিকের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। গত দু'বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ সালে রিও ও ২০২০ সালে টোকিওতে সোনা জিতেছে ব্রাজিল। গত চারটে অলিম্পিকে টানা পদক জিতেছে তারা। সেই ব্রাজিল হেরে বসায় অলিম্পিকে খেলতে পারছে না।
কলকাতা: লিওনেল মেসির ইচ্ছে আর্জেন্টিনার (Argentina) হয়ে অলিম্পিক (Olympics) খেলা। যদিও নিজে মুখে তেমন কিছু বলেননি এখনও। তবে প্যারিস অলিম্পিকে লিওকে পেতে প্রস্তুতি সারতে শুরু করে দিল আর্জেন্টিনা। প্যারিস সাঁজার হয়ে তিনটে মরসুম খেলেছেন এলএম টেন। পিএসজি ছেড়ে এখন ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। তার আগে কাতারে জিতেছেন বিশ্বকাপ। জাতীয় টিমের হয়ে মেসির (Lionel Messi) উত্থান ছিল অলিম্পিকে সোনা জয়ের মধ্যে দিয়ে। মেসি কেরিয়ারের শেষে আরও একবার অলিম্পিক খেলতে চান, এমনই বলা হচ্ছে। সেই তাঁর জন্য দারুণ অফার দিয়ে রাখল আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ দল।
লাতিন আমেরিকার যোগ্যতা পর্বের বড় ম্যাচে ১-০ জিতে অলিম্পিকের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। গত দু’বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ সালে রিও ও ২০২০ সালে টোকিওতে সোনা জিতেছে ব্রাজিল। গত চারটে অলিম্পিকে টানা পদক জিতেছে তারা। সেই ব্রাজিল হেরে বসায় অলিম্পিকে খেলতে পারছে না। ২০০৪ সালের পর এই প্রথম অলিম্পিকে নেই নেইমারের দেশ। ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র করায় জয় ছাড়া আর কোনও রাস্তা ছিল না আর্জেন্টিনার সামনে। জেভিয়ার মাসচেরানোর টিম ১-০ জয় পেল। ৭৭ মিনিটে হেডে গোল করে টিমকে জেতান লুসিয়ানো গোন্দো।
এই জয়ের সঙ্গে জুড়ে গিয়েছেন মেসিও। ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন থিয়াগো আলমাডা। যিনি আবার মেজর লিগ সকারের টিম আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন। তিনি কিন্তু বলে দিয়েছেন, ‘আশা করি মেসির আর একটা অলিম্পিক খেলার স্বপ্ন রয়েছে। যদি মেসি খেলে, ওকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দিয়ে দেব। ওই এ বার সিদ্ধান্ত নিক।’ ২০০৮ সালে শেষ বার অলিম্পিকে সোনা জিতেছে আর্জেন্টিনা। সেই টিমের হয়ে খেলেছিলেন মেসি। বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করেছেন, এ বার দেশকে অলিম্পিক সোনা দিন, তাই চাইছেন জনতা। মেসি খেললেও অ্যাঞ্জেল দি মারিয়া খেলবেন না, তা জানিয়ে দিয়েছেন।