FIFA World Cup 2022: মেসিদের বিরুদ্ধে ফাইনালের টক্করে মাঠে দেখা যেতে পারে বেঞ্জেমাকে: সূত্র
গত মরসুমে অনবদ্য ছন্দে ছিলেন করিম বেঞ্জেমা। তবে এ বার চোট সমস্যায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে হঠাৎ করে উরুর পেশীতে চোট পান বেঞ্জেমা।
দোহা: দেখতে দেখতে চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনাল চলে এল। আর দু’টো দিন পর লুসেইল স্টেডিয়াম সেজে উঠবে আর্জেন্টিনা (Argentina) বনাম ফ্রান্সের (France) ফাইনাল ম্যাচের জন্য। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এ বার তাদের মুকুটে তৃতীয় তারার খোঁজে। প্রতিপক্ষ আর্জেন্টিনাও তাদের জার্সিতে দেখতে চায় তৃতীয় তারা। কাতার বিশ্বকাপের বল মাঠে গড়ানোর দিন জানা যায়, বাঁ পায়ের উরুর পেশীতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। ফাইনাল ম্যাচের আগে সুখবর ফ্রান্স শিবিরে। এ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার বেঞ্জেমাকে দেখা যেতে পারে লিও মেসিদের বিরুদ্ধে লুসেইলে। বেঞ্জেমার চোটের হাল কেমন, জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
গত মরসুমে অনবদ্য ছন্দে ছিলেন করিম বেঞ্জেমা। তবে এ বার চোট সমস্যায় ভুগছিলেন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে হঠাৎ করে উরুর পেশীতে চোট পাওয়ার পর, তাঁর পরীক্ষা করা হয়ে দোহার হাসপাতালে। সেখানে পরীক্ষার রিপোর্টে জানা যায়, তাঁর মাসল টিয়ার হয়েছে। ৩৪ বছর বসয়ী বেঞ্জেমা তার পর দোহা ছেড়ে মাদ্রিদে ফিরে যান চোটের শুশ্রূষার জন্য।
সূত্রের খবর, বেঞ্জেমার উরুর চোট ঠিক হয়ে গিয়েছে এবং রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ফ্রান্স দলে যোগ দিতে পারেন। টুর্নামেন্টের শুরুতেই চোটে বেঞ্জেমা ছিটকে গেলেও ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ তাঁর বিকল্প হিসেবে কাউকে দলে নেননি। তাই তিনি এখনও ফিফা বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে রয়েছেন।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বেঞ্জেমা ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘আমি জীবনে কখনও হাল ছাড়িনি। তবে এ বার দলের জন্য় এই সিদ্ধান্তটা মেনে নিতেই হত। আমি বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে নিজের জায়গা ছেড়ে দিচ্ছি। আমার পরিবর্তে কেউ দলের সাফল্যে আবেদন রাখতে পারলে আমি খুশি হব। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ।’
জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বৃহস্পতিবার জানিয়েছে যে, ফ্রান্সের তারকা ফরোয়ার্ড সুস্থ হয়ে উঠেছেন এবং গত সপ্তাহ থেকে কোনও ফিটনেস সমস্যা ছাড়াই অনুশীলন করছেন। মরক্কোর বিরুদ্ধে জয়ের পর ফ্রান্সের কোচকে প্রশ্ন করা হয়েছিল বেঞ্জেমা কি সত্যিই বিশ্বকাপে ফিরে এসেছেন? দেঁশ প্রসঙ্গটি এড়িয়ে যান। এ বার দেখার বিশ্বকাপের ফাইনালের মহারণে সত্যিই ফ্রান্সের হয়ে দেখা যায় কিনা বেঞ্জেমাকে।