ISL 2021-22: প্রেসিং ফুটবলই হাতিয়ার সবুজ-মেরুনের নয়া কোচ ফেরান্দোর
এদু বেদিয়া (Edu Bedia), ইভান গঞ্জালেজদের হাতের তালুর মতো চেনেন। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও তাঁর মুখেও প্রিন্সটন, দেবেন্দ্রদের নাম। যদিও বিপক্ষের দুর্বলতা সম্পর্কে মন্তব্য করতে নারাজ ফেরান্দো। তিনি বলেন, 'ওদের এখন নতুন কোচ, নতুন স্ট্র্যাটেজি। প্রত্যেক কোচের নিজস্ব স্ট্র্যাটেজি। গোয়ার নতুন কোচ নতুন ফর্মেশনে দলকে খেলাবে। তাই ফুটবলারদের চিনলেও তাদের বিরুদ্ধে লড়াইটা কঠিনই হবে। আমি আমার দল নিয়েই ভাবতে চাই। আশা করব, আজ আমার স্ট্র্যাটেজি কাজ করবে।'
ফাতোরদা: হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আজ সন্ধেয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)-এফসি গোয়া (FC Goa) ম্যাচে যাবতীয় লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে এই স্প্যানিশ কোচ। নিজের প্রাক্তন ক্লাব এফসি গোয়াকে হারাতেই আজ ঘুঁটি সাজাতে হচ্ছে তাঁকে। দিন আটেক আগেই গোয়া ছেড়ে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন ফেরান্দো। এটিকে মোহনবাগানের হয়ে অভিষেকেই জয় পেয়েছেন। টানা চার ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাপারের ক্লাব। আজ এফসি গোয়াকে হারালে এক লাফে অনেকটা উপরে উঠে যাবে এটিকে মোহনবাগান। প্লে অফের দুশ্চিন্তাও কিছুটা হলে কমবে।
প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পাওয়ায় হুয়ান ফেরান্দোর কাছে সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশাও অনেকটা বেড়ে গিয়েছে। মরসুমের শুরু থেকে এফসি গোয়ার দায়িত্বে ছিলেন। এদু বেদিয়া (Edu Bedia), ইভান গঞ্জালেজদের হাতের তালুর মতো চেনেন। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও তাঁর মুখেও প্রিন্সটন, দেবেন্দ্রদের নাম। যদিও বিপক্ষের দুর্বলতা সম্পর্কে মন্তব্য করতে নারাজ ফেরান্দো। তিনি বলেন, ‘ওদের এখন নতুন কোচ, নতুন স্ট্র্যাটেজি। প্রত্যেক কোচের নিজস্ব স্ট্র্যাটেজি। গোয়ার নতুন কোচ নতুন ফর্মেশনে দলকে খেলাবে। তাই ফুটবলারদের চিনলেও তাদের বিরুদ্ধে লড়াইটা কঠিনই হবে। আমি আমার দল নিয়েই ভাবতে চাই। আশা করব, আজ আমার স্ট্র্যাটেজি কাজ করবে।’ তবে গোয়া ছেড়ে এলেও এখনও সেই দলের মায়া কাটাতে পারেননি ফেরান্দো। তিনি বলছেন, ‘আজকের এই দিনটা আমার কাছে সত্যিই আশ্চর্যের হতে চলেছে। নিজের প্রাক্তন ক্লাবের সঙ্গে লড়াই। অন্যান্য ক্ষেত্রে পুরনো ক্লাবের বিরুদ্ধে নামার আগে কিছুটা সময় পাওয়া যায়। কিন্তু এ বারের পরিস্থিতি একেবারে আলাদা। অদ্ভূত একটা জিনিস অনুভব করছি। কিছুটা হলেও আবেগতাড়িত হয়ে পড়ছি। কিন্তু আমি পেশাদার। ম্যাচের আগে এক রকম পরিস্থিতি, ম্যাচের সময় অন্য রকম। যখন খেলা শুরু হয়ে যাবে তখন আর এ সব মাথায় আসবে না।’
A game of ‘Catch Me If You Can’ turned intense at yesterday’s training! Guess who had the last laugh? ??♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/PhHsAeCxuq
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 28, 2021
শুধু রয় কৃষ্ণা (Roy Krishna) বা হুগো বোমাস (Hugo Boumous) নন, দলের প্রত্যেক ফুটবলারকেই সমান গুরুত্ব দিচ্ছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। দল গোছানোর জন্য সময় পাননি। যদিও এটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ সবুজ-মেরুনের নয়া কোচ। দলকে একসূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়ার তাঁর প্রধান লক্ষ্য। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। ফেরান্দো কিন্তু বলছেন, ‘আক্রমণাত্মক ফুটবলই আমার দলের হাতিয়ার। ওটাকে লক্ষ্য করেই এগোতে চাই। যত বেশি প্রেসিং ফুটবল খেলব, তত গোল করার সুযোগ তৈরি হবে।’ একই সঙ্গে রক্ষণভাগকে আরও জমাট করার বার্তা শোনা গেল তাঁর মুখে। চলতি আইএসএলে সেট পিস থেকে অনেক গোল হজম করেছে বাগান ব্রিগেড। সেটা মাথাব্যথার কারণ হলেও রক্ষণের দুর্বলতা ঢাকার ব্যাপারে ওয়াকিবহাল তিনি। এটিকে মোহনবাগানকে প্লে অফে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুনের নয়া কোচ। প্লে অফের পাশাপাশি ট্রফি জয়ের স্বপ্নও উসকে দিচ্ছেন তিনি। ফেরান্দো ছাড়ার পর এফসি গোয়ার দায়িত্বে ভারতীয় ফুটবলের পোড় খাওয়া কোচ ডেরেক পেরেরা। নিজের কোচিং কেরিয়ারে কলকাতার দুই প্রধানের অনেক ঘুম কাড়ার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। যদিও আইএসএলের (ISL) মঞ্চ একেবারে ভিন্ন। এফসি গোয়াকে হারিয়ে বর্ষবরণের আগে সমর্থকদের মনে আনন্দ দিতে মরিয়া কৃষ্ণা-বোমাসরা।