Champions League: ম্যাচের পর টানেলে হাতাহাতি, ম্যাঞ্চেস্টার সিটি-আতলেতিকোর ম্যাচ ঘিরে তাণ্ডব

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 14, 2022 | 5:35 PM

তীব্র উত্তেজনা ছিল সারা ম্য়াচে। মাঠ ছাড়ার পরও তার রেশ থেকে গেল। টানেলে মারামারিতে জড়িয়ে পড়লেন ম্যাঞ্চেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের ফুটবলারার।

Champions League: ম্যাচের পর টানেলে হাতাহাতি, ম্যাঞ্চেস্টার সিটি-আতলেতিকোর ম্যাচ ঘিরে তাণ্ডব
Champions League: ম্যাচের পর টানেলে হাতাহাতি, ম্যাঞ্চেস্টার সিটি-আতলেতিকোর ম্যাচ ঘিরে তাণ্ডব
Image Credit source: 90 Min Twitter

Follow Us

মাদ্রিদ: চরম উত্তেজনা, বচসা, লাল কার্ড, থুতু ছেটানো থেকে হাতাহাতি— কিছুই বাদ থাকল না। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পুলিশকে নামতে হয় আসরে। দুই টিমের ফুটবলারদের তাও নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। কোনও স্থানীয় ম্যাচ নয়, চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) কোয়ার্টার ফাইনালে ঘটল এমন ঘটনা। ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) ম্যাচ কলঙ্কিত হল দুই টিমের ফুটবলারদের জন্য। ঘরের মাঠে প্রথম দফার ম্যাচে জিতেছিল গুয়ার্দিওলার টিম। ফিরতি ম্যাচে ঘরের মাঠে অন্তত ২-০ জিততেই হত দিয়েগো সিমিয়নের টিমকে। সিটির আঁটোসাঁটো স্ট্র্যাটেজির সামনে গোলহীন থেকে যায় আতলেতি। চরম উত্তেজনার ম্যাচ লাগামছাড়া হয়ে যায় শেষ দিকে। ম্যাচের তখন ১২ বাকি ছিল। তখনই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতির ডিফেন্ডার ফেলিপে। ঝামেলার সূত্রপাত তখন থেকেই। মাঠেই হাতাহাতি শুরু হয়ে যায়। ম্যাচের পরও থেকে যায় যার রেশ।

ঠিক কী হয়েছিল? ম্যাচের পর দুটো টিম টানেলের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আতলেতির সিমে ভারস্লাজকো প্রথম শুরু করেন মারামারি। টানেলের যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে ম্যান সিটির কাইল ওয়াকারকে উদ্দেশে তিনি থুতু ছেটান। যদিও তা ওয়াকারের গায়ে লাগেনি। আতলেতির কোচিং স্টাফরা আটকানোর চেষ্টা করেন সিমেকে। কিন্তু তাতেও তাঁকে রোখা যায়নি। তখনই দুই টিমের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। টানেলে দাঁড়িয়ে থাকা পুলিশ সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে।

কোকে বলেছেন, ‘সিটি যে ভাবে খেলেছে, সে ভাবে আমরা যখন খেলি, প্রচুর সমালোচনা সহ্য করতে হয়। দেখা যাক এ বার লোকে কী বলে! আমার টিমমেটরা যে ভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। টিমের উপর কোনও ভাবেই দোষ দেওয়া যায় না। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন। কিন্তু আতলেতি অনেক ভালো খেলেছে।’

সিটির রোদ্রিও মেনে নিচ্ছেন, তাঁরা সেরা ফুটবলটা খেলতে পারেননি। ‘এটা আমাদের সেরা ফুটবল নয়। দ্বিতীয়ার্ধে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর কারণ অবশ্য ফুটবল ক্যালেন্ডার। এত ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে আমাদের যে, ক্লান্ত হয়ে পড়ছি। লিভারপুলের বিরুদ্ধে উইকএন্ডে খেলার পরই এই ম্যাচটা খেলতে হয়েছে।’

আরও পড়ুন: UEFA Champions League: বেনফিকার বিরুদ্ধে ড্র করেও শেষ চারে লিভারপুল

আরও পড়ুন: UEFA Champions League: ম্যান সিটি-আতলেতিকোর ধুন্ধুমার লড়াই, সেমিতে গুয়ার্দিওলার দল

Next Article