UEFA Champions League: বেনফিকার বিরুদ্ধে ড্র করেও শেষ চারে লিভারপুল

অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বেনফিকার (Benfica) বিরুদ্ধে লিভারপুল (Liverpool) ৩-৩ গোলে ড্র করেছে। কিন্তু প্রথম সাক্ষাৎে ৩-১ ব্যবধানে জেতার দৌলতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল লিভারপুল। সেমিফাইনালে ভিলারিয়ালের বিরুদ্ধে খেলবেন রবার্তো ফিরমিনোরা।

| Edited By: | Updated on: Apr 14, 2022 | 12:24 PM
২১ মিনিটের মাথায় লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন ইব্রাহিমা কোনাতে।

২১ মিনিটের মাথায় লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন ইব্রাহিমা কোনাতে।

1 / 4
লিভারপুলের হয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার বিরুদ্ধে ৫৫ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো (Roberto Firmino)।

লিভারপুলের হয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার বিরুদ্ধে ৫৫ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো (Roberto Firmino)।

2 / 4
৩২ মিনিটে গনজালো রামোস, ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডারউইন নুনেস তিনটি গোল করেন বেনফিকার হয়ে।

৩২ মিনিটে গনজালো রামোস, ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডারউইন নুনেস তিনটি গোল করেন বেনফিকার হয়ে।

3 / 4
অ্যানফিল্ডে ৩-৩ গোলে ড্র হলেও, দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল।

অ্যানফিল্ডে ৩-৩ গোলে ড্র হলেও, দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল।

4 / 4
Follow Us: