Santosh Trophy: বাংলার আশা জিইয়ে রাখলেন মহিতোষ, প্রিয়ন্তরা

৩ বার এগিয়ে গিয়েও ৩ বার লিড ধরে রাখতে ব্যর্থ হয় বাংলা। অন্য যে কোনও দল হলেই মনোবল হারিয়ে ফেলত। তবে শেষ পর্যন্ত লড়াই জারি রাখেন মহিতোষরা। ৬৯ মিনিটে দিলীপ ওরাওয়ের পাস থেকে বাংলার হয়ে জয়সূচক গোল করেন সেই মহিতোষ।

Santosh Trophy: বাংলার আশা জিইয়ে রাখলেন মহিতোষ, প্রিয়ন্তরা
বাংলা ফুটবল দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 7:57 PM

বাংলা ৪   :   মেঘালয় ৩

(ফারদিন ২২, ৪২, মহিতোষ ৪৯, ৬৯)

তিরুবন্তপুরম: সন্তোষ ট্রফিতে জয়ে ফিরল বাংলা (Bengal Football Team)। কেরলের কাছে ০-২ গোলে হারের পরই দুরন্ত প্রত্যাবর্তন বাংলা দলের। সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত। ডু অর ডাই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চালালেন মহিতোষ রায়রা। মেঘালয়ের বিরুদ্ধেও হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত বাংলার পক্ষেই যায় ম্যাচের ফল। আর তাতেই বাজিমাত। জয়ের সুবাদে বাংলার শেষ চারের আশা জিইয়ে রইল। ম্যাচের আগে পয়েন্ট টেবিলের চার নম্বরে ছিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। ম্যাচের পর একলাফে ২ নম্বরে উঠে গেলেন মহিতোষরা। এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলা। ডু অর ডাই ম্যাচে মাঠে নামার আগে বাংলার ফুটবলারদের মানসিক ভাবে উজ্জীবিত করেছিলেন দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। আর সেটাই ওষুধের মতো কাজ করে।

খেলার ২২ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা (১-০)। দিলীপ ওরাওয়ের বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে বিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন ফারদিন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলা। রক্ষণের ভুলেই গোল হজম করে শুভঙ্কররা।

তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ফের এগিয়ে যায় বাংলা। ফারদিনকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় মহিতোষরা। পেনাল্টি থেকে ২-১ করেন ফারদিন।

স্বস্তি নিয়েই প্রথমার্ধে মাঠ ছাড়ে বঙ্গব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই রক্ষণের ভুলে গোল হজম বাংলার। অযথা ব্যাকপাস খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন ফুটবলাররা। আর তাতেই ২-২ করে ফেলে মেঘালয়।

তবে ৪৯ মিনিটেই বাংলাকে ৩-২ এগিয়ে দেন অধিনায়ক মহিতোষ রায়। দুরন্ত সাইড ভলিতে গোল করে যান মহিতোষ। বিশ্বমানের ওই গোলেই বাড়তি অক্সিজেন পেয়ে যায় বাংলা দল। ৬৫ মিনিটে ফের গোল হজম করে বাংলা। মনোতোষ চাকলাদারের ভুলে ম্যাচে সমতায় ফেরে মেঘালয়।

৩ বার এগিয়ে গিয়েও ৩ বার লিড ধরে রাখতে ব্যর্থ হয় বাংলা। অন্য যে কোনও দল হলেই মনোবল হারিয়ে ফেলত। তবে শেষ পর্যন্ত লড়াই জারি রাখেন মহিতোষরা। ৬৯ মিনিটে দিলীপ ওরাওয়ের পাস থেকে বাংলার হয়ে জয়সূচক গোল করেন সেই মহিতোষ। গোল করেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করেন বাংলার অধিনায়ক। এর পরেও বিপদ ডেকে এনেছিলেন বাংলার ডিফেন্ডাররা। ৮৫ মিনিটে মেঘালয় কর্নার পেলে বক্সে হ্যান্ডবল করেন বাংলার এক ফুটবলার। পেনাল্টি পায় মেঘালয়। তবে ম্যাচের নাটক তখনও বাকি ছিল। মেঘালয়ের পেনাল্টি বাঁচিয়ে দেন বাংলার গোলকিপার প্রিয়ন্ত সিং। প্রথম বারের প্রচেষ্টা বাঁচিয়ে, রিবাউন্ড বলও বাঁচান প্রিয়ন্ত। আর ওখানেই ম্যাচ জিতে যায় বাংলা। রবিবার রাজস্থানের বিরুদ্ধে বাংলার পরবর্তী ম্যাচ। এ দিনের ম্যাচের সেরা বাংলার অধিনায়ক মহিতোষ রায়।

আরও পড়ুন: Asian Wrestling Championships: সোনা হাতছাড়া অংশুর, মনীষার ঝুলিতে ব্রোঞ্জ