CFL 2023: হামতে-ব্যারেটোর হ্যাটট্রিক, লিগে বিশাল জয় মোহনবাগান ও মহমেডানের
CFL 2023: Mohun Bagan, Mohammedan SC: ব্যারাকপুর স্টেডিয়ামে এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। দূরত্ব অনেক হলেও দু-জায়গায় যেন গোলের প্রতিযোগিতা।
পিছিয়ে পড়লে ঘুরে দাঁড়াতে হয়। কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনে মরসুমের দ্বিতীয় ম্যাচে নেমেছিল মোহনবাগান। দীর্ঘ তিন বছর পর কলকাতা লিগে খেলছে মোহনবাগান। এ বারের লিগ বিদেশিহীন। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে সিনিয়রদেরও খেলানো হবে না। বরং সিনিয়র দলের সাপ্লাই লাইন ঠিক রাখতে অনূর্ধ্ব ২৩ দল নামানোর সিদ্ধান্ত। মরসুমের প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে আরও বড় জয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লিগে মরসুমের দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে দুর্দান্ত জয় মোহনবাগানের। ম্যাচের ৪ মিনিটেই গোল খায় সবুজ মেরুন। পিছিয়ে পড়ে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মোহনবাগান। দ্রুতই নাওরেমের গোলে সমতা ফেরায় সবুজ মেরুন। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দু-দল।
ব্যারাকপুর স্টেডিয়ামে এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। দূরত্ব অনেক হলেও দু-জায়গায় যেন গোলের প্রতিযোগিতা। দ্বিতীরার্ধের শুরুতেই বাঁ দিক থেকে ক্রস। হামতের হেডে ২-১ এগিয়ে যায় মোহনবাগান। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পঞ্চম গোল। দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে জিতল সবুজ মেরুন। হ্যাটট্রিক করেন হামতে। একটি করে গোল নাওরেম ও সুহেলের।
মরসুম শুরু করল মহমেডান স্পোর্টিং ক্লাব। ঘরের মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে নেমেছিল তারা। প্রথম ম্যাচেই বিশাল জয়। মহমেডান মাঠে গোলের পর গোল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল। হ্যাটট্রিক করেন বেনেস্টোন ব্যারেটো। হ্যাটট্রিক ডেভিডেরও। ক্যালকাটা ফুটবল ক্লাবকে ৭-০ বিশাল ব্যবধানে হারাল মহমেডান।