Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৮ মাসের চুক্তিতে চেলসির নতুন কোচ থমাস তুচেল

চেলসির নয়া ম্যানেজারের (Chelsea new manager) দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিলেন থমাস তুচেল (Thomas Tuchel)। ১৮ মাসের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন থমাস তুচেল। ব্লুজদের ছন্দে ফেরানোর দায়িত্ব এ বার প্রাক্তন পিএসজি কোচের হাতে।

| Updated on: Jan 27, 2021 | 12:42 PM
চেলসির প্রধান কোচের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়লেন থমাস তুচেল।

চেলসির প্রধান কোচের দায়িত্ব নিয়ে মাঠে নেমে পড়লেন থমাস তুচেল।

1 / 5
তাঁর ওপর আস্থা রাখার জন্য চেলসিকে ধন্যবাদ জানিয়েছে তুচেল।

তাঁর ওপর আস্থা রাখার জন্য চেলসিকে ধন্যবাদ জানিয়েছে তুচেল।

2 / 5
চেলসির ডিরেক্টর মারিনা গ্রানোভস্কাইয়া বলেছেন, "মরসুমের মাঝে প্রধান কোচ পরিবর্তন করা খুবই কঠিন কাজ। কিন্তু আমরা আশা করি ইউরোপের সেরা কোচ থমাস তুচেলের হাতে আমাদের দল সুরক্ষিত থাকব।"

চেলসির ডিরেক্টর মারিনা গ্রানোভস্কাইয়া বলেছেন, "মরসুমের মাঝে প্রধান কোচ পরিবর্তন করা খুবই কঠিন কাজ। কিন্তু আমরা আশা করি ইউরোপের সেরা কোচ থমাস তুচেলের হাতে আমাদের দল সুরক্ষিত থাকব।"

3 / 5
পরপর পাঁচ ম্যাচে হারের পর চেলসি বরখাস্ত করে ঘরের ছেলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। আশাহত ল্যাম্পার্ড বলেন, "মরসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকতে না দুঃখিত।"

পরপর পাঁচ ম্যাচে হারের পর চেলসি বরখাস্ত করে ঘরের ছেলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। আশাহত ল্যাম্পার্ড বলেন, "মরসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকতে না দুঃখিত।"

4 / 5
বুধবার প্রিমিয়ার লিগে উলভসের মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচ থেকেই 
ব্লুজদের রিজার্ভ বেঞ্চে দেখা যাবে তুচেলকে।  (সৌজন্যে-চেলসি টুইটার)

বুধবার প্রিমিয়ার লিগে উলভসের মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচ থেকেই ব্লুজদের রিজার্ভ বেঞ্চে দেখা যাবে তুচেলকে। (সৌজন্যে-চেলসি টুইটার)

5 / 5
Follow Us: