কোপাতে তৃতীয় ডিভিশন ক্লাবের কাছে হার রিয়ালের
কোপা দেল রে-তে (Copa Del Rey) বুধবার বড়সড় অঘটন। তৃতীয় ডিভিশনের ক্লাব আলকোয়ানোর (Alcoyano) কাছে ২-১ হারল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ফলে কোপা থেকে বিদায় নিল রিয়াল। ৭০ বছর আগে আলকোয়ানো স্পেনের টপ লিগে খেলত। তার পর আর তেমন সাফল্য পায়নি তারা। কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদ ১৯ বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত সাত বছর তারা কোপা জিততে পারেনি।
Most Read Stories