ATK Mohun Bagan: দু-ম্যাচে চার গোল হজম, ডার্বির আগে এটিকে মোহনবাগান অধিনায়ক বলছেন…

Kolkata Derby: গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও প্রথম দু-ম্যাচে চার গোল হজম করা। রক্ষণ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে মোহনবাগান শিবিরে। ডিফেন্ডার এবং অধিনায়ক হিসেবে প্রীতম বলছেন

ATK Mohun Bagan: দু-ম্যাচে চার গোল হজম, ডার্বির আগে এটিকে মোহনবাগান অধিনায়ক বলছেন...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 4:30 PM

কলকাতা : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শনিবার এ বারের আইএসএলের প্রথম বড় ম্যাচ (Kolkata Derby)। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। দু-দলের শুরুটা ভাল না হলেও শেষ ম্যাচে জিতেছে তারা। ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেডকে। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অনবদ্য় জয় ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। কেরলে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট, বড় ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)। মোহনবাগান অধিনায়কের মন্তব্য তুলে ধরল TV9Bangla। বলছেন, ‘গত ম্যাচে পিছিয়ে পড়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এ বার আমাদের ডার্বির জন্য প্রস্তুতি নিতে হবে। আশা করি, ডার্বিতেও আমরা একইরকম ভাল পারফরম্যান্স করতে পারব। আবারও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব।’

প্রীতম কোটালের কাছে ডার্বি নতুন কিছু নয়। এর আগেও অনেক বড় ম্যাচ খেলেছেন। ডার্বির জন্য বিশেষ কোনও প্রস্তুতি থাকে কিনা, প্রীতম বলছেন,’দলের প্রতিটা সদস্যের জন্যই ডার্বি স্পেশাল ম্যাচ। তবে বাংলার ছেলে হিসেবে ডার্বি আমার কাছে আরও বেশি স্পেশাল। প্রস্তুতির দিক থেকে স্পেশাল কিছু করি না। প্রতিদিন, প্রতিটা ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিই। ডার্বির ক্ষেত্রেও তাই।’ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের নিরিখে, ডার্বি জয়ের ব্যপারে কতটা আশাবাদী প্রীতম? ‘ডার্বি সবসময়ই বাকি ম্যাচের তুলনায় আলাদা। এই ম্যাচ ৫০-৫০। ভাল কিংবা খারাপ দল বলে কিছু হয় না। ম্যাচের দিন সেরাটা দিতে হবে।’

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কেও প্রশংসা ঝরে পড়ল প্রীতমের গলায়, ‘ওদের দল খুবই ভাল। খুব ভাল স্ট্রাইকার রয়েছে। বেশ কয়েকজন তরুণ প্লেয়ার রয়েছে খুবই ভাল। যেমন জেরি। খুব ভাল লেফ্টব্যাক। আমাদের খুব ভালোভাবে প্রস্তুতি সারতে হবে।’ গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও প্রথম দু-ম্যাচে চার গোল হজম করা। রক্ষণ নিয়ে এখনও প্রশ্ন রয়েছে মোহনবাগান শিবিরে। ডিফেন্ডার এবং অধিনায়ক হিসেবে প্রীতম বলছেন, ‘অ্যাটাকিং ফুটবল খেললে কিছু ক্ষেত্রে ডিফেন্সে কিছুটা গ্যাপ থেকে যায়। আমরা পরিশ্রম করছি, কীভাবে ভুলগুলো শোধরানো যায়। যত খেলা, প্রস্তুতি হবে আমরা আরও উন্নতি করব।’ সঙ্গে সমর্থকদের জন্য তাঁর বার্তা, ‘আপনারা মাঠে আসুন, সমর্থন করুন, আমরা আমাদের সেরাটা দেব।’