ISL Derby: যত কোপ ডার্বিতেই? বড় ম্যাচে নেই পুলিশ, ঘটা করে জোড়া ম্যারাথন!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 03, 2025 | 4:58 PM

MARATHON: ১২ তারিখ শ্রীভূমি গোল্ড ম্যারাথন। ২১ কিলোমিটার ম্যারাথন শুরু হবে শ্রীভূমি ভিআইপি রোড থেকে। ২১ কিলোমিটার ছাড়াও ১০ আর ৩ কিলোমিটারের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।

ISL Derby: যত কোপ ডার্বিতেই? বড় ম্যাচে নেই পুলিশ, ঘটা করে জোড়া ম্যারাথন!
ISL Derby: যত কোপ ডার্বিতেই? বড় ম্যাচে নেই পুলিশ, ঘটা করে জোড়া ম্যারাথন!

Follow Us

কলকাতা: বছরের শুরুতেই ইস্ট-মোহন সমর্থকদের মন খারাপ। ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না বিধাননগর পুলিশ কমিশনারেট। এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট কয়েকদিন আগেই জানিয়েছিল আয়োজক মোহনবাগানকে। ডার্বির পরদিন অর্থাৎ ১২ জানুয়ারি রয়েছে শ্রীভূমি গোল্ড ম্যারাথন। সেখানে পুলিশ দিতে কোনও সমস্যা নেই, জানিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেট শ্রী মুকেশ। এর পরই ফুটবল মহলে আলোচনা, যত কোপ তা হলে ডার্বিতেই! রাগে ফুঁসছেন দুই প্রধানের সমর্থকরা।

৮-১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বলে অতিরিক্ত পুলিশ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে অতিরিক্তি পুলিশ সেখানে যাবেন। যে কারণে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ১১ জানুয়ারি হতে চলা ফিরতি ডার্বির আয়োজক মোহনবাগানকে আগেই জানানো হয়, ওই দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না। ডার্বি মানে প্রায় ৬০ হাজারের বেশি দর্শক ভিড় জমান স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তা না দিতে পারা মানে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। এটা মেনে নিতে পারছেন না মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফ্যানরা। ১১ জানুয়ারির পরদিনই ম্যারাথন আয়োজন ভালো ভাবে অনেকেই নিচ্ছেন না। ম্যারাথন কি এক সপ্তাহ পিছনো যেত না? উঠে আসছে এই প্রশ্নও।

পাশাপাশি আরও জোরালো প্রশ্ন, ডার্বিতে পুলিশ দেওয়া যাচ্ছে না, ঘটা করে ম্যারাথন আয়োজন হচ্ছে কেন? শ্রীভূমি গোল্ড ম্যারাথনে ৫ হাজারের উপর প্রতিযোগী অংশ নিতে চলেছেন। সেখানে থাকবেন বিদেশি অ্যাথলিটরাও। মন্ত্রী সুজিত বসু তাই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট শ্রী মুকেশ। তিনি জানান, ১২ তারিখের ম্যারাথনে পুলিশ দিতে কোনও অসুবিধা নেই। অথচ ১১ তারিখের বড় ম্যাচে পুলিশ দিতে অসুবিধা? সিপির যুক্তি, ম্যারাথনের জন্য পুলিশ দেওয়া যাবে।

এই খবরটিও পড়ুন

১২ তারিখ শ্রীভূমি গোল্ড ম্যারাথন। ২১ কিলোমিটার ম্যারাথন শুরু হবে শ্রীভূমি ভিআইপি রোড থেকে। ২১ কিলোমিটার ছাড়াও ১০ আর ৩ কিলোমিটারের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। মন্ত্রী সুজিত বসু আনুষ্ঠানিকভাবে সেই ম্যারাথনের ঘোষণা করেছেন। ১২ তারিখ ওই ম্যারাথনে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। বিজয়ীকে দেওয়া হবে ১ লক্ষ টাকার আর্থিক পুরস্কার।

বিধাননগর পুলিশ কমিশনারেট শ্রী মুকেশ বলেন, ‘ম্যারাথনে আমরা পুলিশি নিরাপত্তা দিতে পারব। সেদিন দুটো ম্যারাথন রয়েছে। একটা এই রুটে, অপরটা অন্য রুটে। আমরা এটা ট্রাফিকদের দিয়ে করিয়ে দিতে পারব।’ বিধাননগর সিপি নিজে ম্যারাথনে দৌড়বেন বলে জানিয়েছেন। আরও অনেক বড় পুলিশ কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ অতিথি হিসেবে ঝুলন গোস্বামী থাকবেন, সেখানে যে আরও নিরাপত্তা কড়া হওয়া প্রয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। আর সেখানে তিনি কিনা যুক্তি দিয়েছেন, ট্রাফিকদের দিয়ে বিষয়টা দেখা যাবে। ম্যারাথন করা যাচ্ছে, আর ডার্বিতেই যত কোপ, এই নিয়ে আপাতত কলকাতার ফুটবল প্রেমীরা রাগে ফুঁসছেন।

Next Article