ISL 2022-23: কেক কেটে জন্মদিন পালন ইস্টবেঙ্গল কোচের, অনুশীলনে লিমা
East Bengal: গোয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, লিমার চোট ততটাও গুরুতর নয়। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে কনস্ট্যান্টাইন।
কলকাতা: ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) জন্মদিন সেলিব্রেশন। রবিবার অনুশীলন শেষে কোচের জন্মদিন উপলক্ষ্যে কাটা হল কেক। লাল-হলুদের ব্রিটিশ কোচের হাতে তুলে দেওয়া হল ৬০ নম্বর লেখা বিশেষ জার্সি। কনস্ট্যান্টাইনের হাতে সেই জার্সি তুলে দেন এ মরসুমে ইস্টবেঙ্গলের (East Bengal) অন্যতম অধিনায়ক ক্লেটন সিলভা। জার্সি হাতে নিয়েই লাল-হলুদ কোচ বলে দিলেন, ‘আমি এখানে ৭০ বছর পর্যন্ত কাটাতে চাই। তবে আমার বয়স ৬০ নয়, ৫০। ১৯৭২ সালের ১৬ অক্টোবর আমার জন্ম।’ কেক কাটার সময় মজা করে ইস্টবেঙ্গল কোচ আবার বললেন, ‘আমার মুখে কেউ কেক মাখিয়ে দিলে তার চুক্তি বাতিল করে দেব।’ তবে এমন দিনে কেউ কি আর বারণ শোনে? কোচের মুখে কেক মাখিয়ে দিলেন গোলকিপার কমলজিৎ সিং। এ পর্যন্ত ছবিটা বেশ ঝকঝকেই দেখাল।
60 is the new 50 for this young man! ?#JoyEastBengal #HappyBirthdayStephen pic.twitter.com/QGpyZebIHt
— East Bengal FC (@eastbengal_fc) October 16, 2022
আইএসএলে টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল। কেরল আর গোয়া ম্যাচের হার ভুলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য লাল-হলুদের। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। বুধবার রওনা দিচ্ছে দল। বড় ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ ইস্টবেঙ্গলের সামনে।
রবিবার মাঠে নামেন অ্যালেক্স লিমা। গোয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, লিমার চোট ততটাও গুরুতর নয়। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে কনস্ট্যান্টাইন। রিকভারি সেশনেই সময় কাটান লিমা। নর্থ ইস্ট ম্যাচে অনিশ্চিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে বড় ম্যাচে হয়তো পাওয়া যেতে পারে তাঁকে।
এ দিকে কাঁধের চোট সারিয়ে এখন অনেকটাই ফিট এলিয়ান্দ্রো। নর্থ ইস্ট ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। গুয়াহাটি যাওয়ার আগে দুদিন সময় রয়েছে। এই দু’দিনে টিম কম্বিনেশনে আরও জোর বাড়াতে চান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।