EAST BENGAL: শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ, স্পোর্টিং রাইটস ফিরল ক্লাব, আজই কি নতুন ইনভেস্টরের নাম ঘোষণা?
অবশেষে বিচ্ছেদ হয়ে গেল শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের। স্পোর্টিং রাইটসও ফিরিয়ে দেওয়া হল ক্লাবে। আইএসএলে খেলার জন্য কারা হতে পারে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর? বুধবারই কি নাম ঘোষণা নতুন ইনভেস্টরের?
কলকাতা: বিচ্ছেদ যে আসন্ন, তা জানাই ছিল। আনুষ্ঠানিক ভাবে তা হয়েও গেল। ইনভেস্টর হিসেবে দু’বছর থাকার পর ইস্টবেঙ্গল (East Bengal) থেকে সরে গেল শ্রী সিমেন্ট (Shree Cement)। ফুটবল লাইসেন্সও ফিরিয়ে দেওয়া ক্লাবকে। দু”বছর আগে শ্রী সিমেন্টের হাত ধরেই আইএসএলে (ISL) পা রেখেছিল লাল-হলুদ। কিন্তু শুরু থেকেই দু’পক্ষের মধ্যে জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। ইনভেস্টরের তরফে চূড়ান্ত চুক্তির শর্তাবলী কোনও ভাবেই মানতে পারেননি কর্তারা। তাই চূড়ান্ত চুক্তিও সাক্ষরিত হয়নি। চুক্তি ছাড়া আর্থিক ভাবে আর ক্লাবের সঙ্গে জুড়ে থাকতে যে রাজি নয় শ্রী সিমেন্ট, তা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েও দিয়েছিলেন সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর। তাই-ই হল। মঙ্গলবারই ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিলেন তারা। আইএসএলে খেলার জন্য নতুন ইনভেস্টর খোঁজার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন লাল-হলুদ কর্তারা। আগামী মরসুমে তাঁরা ভালো টিমও করতে চাইছেন। নতুন ইনভেস্টর হিসেবে কারা জুড়তে চলেছেন ক্লাবের সঙ্গে, তা নিয়ে আগ্রহ রয়েছে তুমুল।
শ্রী সিমেন্টের সিইও শিবাজী সমাদ্দার বলেছেন, ‘দু’বছর থাকার পর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ক্লাব কর্তারা চূড়ান্ত চুক্তিপত্রে সই করেননি। তাই আমরা সরে গেলাম।’ চুক্তিপত্রের নানা শর্তাবলী নিয়ে দু’পক্ষের মধ্যে কম দর কষাকষি হয়নি। কিন্তু ক্লাবের প্রশাসনিক দায়িত্ব যেমন দিতে চায়নি ক্লাব, তেমনই ক্লাবের পুরোপুরি দায়িত্ব ছাড়া শুধু ফুটবল টিম চালানোতেও আগ্রহী ছিল না শ্রী সিমেন্ট। ওই চুক্তিপত্র যাতে সই হয়, সরকারি থেকে বেসরকারি অনেক চেষ্টাই হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন। তাই শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ কার্যত ক্লাবের জয় হিসেবেই দেখা হচ্ছে। এক কর্তা তো জানালেন, ইস্টবেঙ্গল কিন্তু শ্রী সিমেন্টের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে মোটেও অনাগ্রহী ছিল না। কিছু শর্ত, যা পক্ষে মানা সম্ভব ছিল না ক্লাবের পক্ষে, তা রাখা হোক কর্তারা চাননি। বৈঠকের পর বৈঠক হওয়া সত্ত্বেও কিন্তু শ্রী সিমেন্ট ওই শর্তাবলী চুক্তিপত্র থেকে সরাতে চায়নি। যে কারণে শেষ পর্যন্ত বিচ্ছেদ হল দু’পক্ষের।
প্রশ্ন হল, ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর কে হতে পারে? বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ জুড়ে যেতে পারে ক্লাবের সঙ্গে, এমন শোনা যাচ্ছে। মাসখানেক আগে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম বসুন্ধরা গ্রুপের কর্তাদের সঙ্গে সভাও করে এসেছেন। বাংলাদেশের নামী ব্যবসায়ী সংস্থা ইনভেস্টর হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জুড়ে যাবে কিনা, তা নিয়ে খোলাখুলি কিছু জানানো না হলেও ওপার বাংলার বসুন্ধরা গ্রুপ যে আগ্রহী, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ইস্টবেঙ্গলের এক কর্তা বলছেন, ‘বাংলাদেশের ইনভেস্টর বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমাদের কথা চলছে। ওঁরা আগ্রহও প্রকাশ করেছেন। শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের পর আমরা শুধু আইএসএল নিয়ে ভাবছি। আর সেই কারণেই বসুন্ধরা গ্রুপকে ইনভেস্টর হিসেবে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী।’
শ্রী সিমেন্ট সঙ্গে বিচ্ছেদের চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন ইনভেস্টরের নাম কি ঘোষণা হয়ে যেতে পারে। বুধবার বিকেলে ক্লাবে সভা। তারপর বসুন্ধরা গ্রুপের নাম ঘোষণা করা হলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন : AFC Cup 2022: শ্রীলঙ্কার ব্লু স্টারকে গোলের বন্যায় ভাসাল ফেরান্দোর টিম