AFC Cup: জিতেও নিস্তার নেই, ৭ লাখ টাকা জরিমানা বাগানের
যুবভারতীতে দর্শকদের সামনে খেলতে পেরে বেশ খুশি জনি কাউকো। মোহনবাগানের ব্যাপারে আগে শুনলেও প্রথমবার দর্শকদের সামনে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত। ম্যাচের জোড়া গোলও দর্শকদের উৎসর্গ করলেন জনি।
কলকাতা: ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়লেন দুই সমর্থক। জড়িয়ে ধরলেন প্রিয় ফুটবলারদের। তুললেন ছবি। কলকাতায় (Kolkata) ম্যাচ থাকলে এই দৃশ্যটা খুবই পরিচিত। তবে এর জন্য মাশুল গুনতে হলো আয়োজক এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ম্যানেজমেন্টকে। ১০ হাজার ডলার ফাইন করল এএফসি (AFC)। এক কর্তার দাবি, ‘বিধাননগর পুলিশ কমিশনারের ভুলেই আমাদের ৭ লাখ টাকা জরিমানা দিতে হবে।’ এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর প্রথমবার যুবভারতীতে (Salt Lake Stadium) খেলা মোহনবাগান। ম্যাচ জুড়ে দাপিয়ে বেড়ালেন জনি কাউকো (Joni Kauko), মনবীররা। শ্রীলঙ্কার এই ক্লাব দলের অবস্থা অনেকটা কলকাতার প্রথম ডিভিশন দলের মতো। খেলায় কোনও ছন্দই নেই। একতরফা ম্যাচ জিতেও তাই নির্লিপ্ত বাগান কোচ হুয়ান ফেরান্দো।
সামনের মঙ্গলবার যুবভারতীতেই ঢাকা আবাহনীর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ মোহনবাগানের। ওই ম্যাচ জিতলেই এএফসির গ্রুপ রাউন্ডে উঠবে সবুজ-মেরুন। আবাহনী ম্যাচের ভাবনায় ঢুকে পড়েছেন ফেরান্দো। ওই ম্যাচে রয় কৃষ্ণাকে পাওয়া যাবে কিনা ঠিক নেই। তবে বিকল্প প্ল্যান তৈরি ফেরান্দোর। যুবভারতীতে দর্শকদের সামনে খেলতে পেরে বেশ খুশি জনি কাউকো। মোহনবাগানের ব্যাপারে আগে শুনলেও প্রথমবার দর্শকদের সামনে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত। ম্যাচের জোড়া গোলও দর্শকদের উৎসর্গ করলেন জনি।
Viking clap to round off the victory?? WHY NOT!
See you again next week….❤️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/58W6P08gYO
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 12, 2022
ম্যাচের আগে দলের পতাকা, ব্যানার নিয়ে সমর্থকদের ঢুকতে বাধা দেয় পুলিশ। আর তখনই বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। রিমুভ এটিকে ব্যানার নিয়ে বিক্ষোভ, স্লোগান চলে মাঠের বাইরেই। যুবভারতীর ৩এ গেটের সামনে চলে বিক্ষোভ। সমর্থকদের জোড়াল দাবির সামনে এরপর পিছু হঠে পুলিশ। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, পতাকা, টিফো নিয়ে ভেতরে প্রবেশের জন্য। বাগান জনতা প্রাথমিক জয়টা ওখানেই পেয়ে যান। কারণ দুর্বল শ্রীলঙ্কার ক্লাব দলের বিরুদ্ধে জনিদের জয়টা ছিল শুধুই সময়ের অপেক্ষা।
আরও পড়ুন : EAST BENGAL: শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেন, স্পোর্টিং রাইটস ফিরল ক্লাব, আজই কি নতুন ইনভেস্টরের নাম ঘোষণা?