ENG vs USA Match Report: বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে এ বারও অপরাজিত মার্কিন যুক্তরাষ্ট্র
FIFA World Cup Match Report, ENGLAND vs USA : ক্রমশ ধৈর্য হারালেন ইংল্যান্ড ফুটবলাররা। ইরানের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতে শুরু করা ইংল্যান্ড আটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
আল খোর : অনেকের কাছেই মনে হয়েছিল সহজ ম্যাচ। এ বারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। তারুণ্যে ভরপুর। রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতেছিল। অন্য দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল। কাগজে কলমে হেভিওয়েট দল ইংল্যান্ড। চোট আশঙ্কা কাটিয়ে হ্য়ারি কেন ফেরায় আরও স্বস্তিতে ছিল ইংল্য়ান্ড শিবির। তথাকথিত আন্ডারডগ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমার্ধে দাপট দেখাল। বেশ কিছু সুযোগ নষ্ট না হলে বিরতির আগে সুবিধাজনক জায়গায় থাকত মার্কিন যুক্তরাষ্ট্রই। ইংল্যান্ড সীমিত সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য। ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
ইংল্যান্ড ০
মার্কিন যুক্তরাষ্ট্র ০
এই ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে অনেক বেশি প্রত্যাশা ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক টাইলার অ্যাডামসও জানিয়েছিলেন, মাকড়সা ছাড়া আর কোনও কিছুকেই ভয় পান না তিনি। ইংল্যান্ড বড় দল, সেই হিসেবে সমীহ করলেও, ভয় পান না, এমনটাই মন্তব্য করেছিলেন টাইলার। ম্যাচেও সেটা করে দেখালেন। প্রথমার্ধ গোলশূন্য। ম্যাচের ১০ মিনিটেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন সুযোগ পেয়েছিলেন। যদিও তাঁর শট আটকে যায় প্রতিপক্ষ রক্ষণে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড কখনও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারেনি। এ দিনও সেই ধারা বজায় থাকল। পরিসংখ্যান আরও বলছে, প্রথমার্ধে গোল শূন্য থাকা পরিস্থিতি থেকে গত পাঁচ ম্যাচে ইংল্যান্ড জিততে পারেনি। পরিসংখ্য়ান বদলাতে দ্বিতীয়ার্ধে আরও মরিয়া লড়াই দেখাতে হত।
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠছে। গোল মুখ না খুললেও জ্যাক গ্রিলিশ, মার্কাস ব়্যাশফোর্ডের নামাতে এত দেরি করলেন কেন! ক্লাব ফুটবলে অনবদ্য ছন্দে থাকা তরুণ ফুটবলার ফিল ফডেনকে সুযোগই দেওয়া হল না। ওয়েলসের বিরুদ্ধেও অনবদ্য ফুটবল খেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও গ্যারেথ বেলের পেনাল্টি গোলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। ভাগ্য সহায় থাকলে এ দিন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত মার্কিন যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড ডিফেন্সে অনবদ্য পারফরম্যান্স হ্য়ারি ম্যাগুয়েরের। অন্তত আধ ডজন বার হেডে বল ক্লিয়ার করতে হল তাঁকে। হ্য়ারি কেনকে প্রতিপক্ষ বক্সের চেয়ে, নিজের বক্সেই বেশির ভাগ সময় দেখা গেল। এর থেকেই যেন ইংল্যান্ডের চিত্রটা পরিষ্কার। জ্য়াক গ্রিলিশ, ব়্যাশফোর্ড নামার পর আক্রমণ কিছুটা দানা বাঁধছিল ইংল্যান্ডের। অ্যাডেড টাইমে প্রতিপক্ষ বক্সের সামনে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। লুক শ ঠিক জায়গায় বল রেখেছিলেন। যদিও হেড করে বল গোলে রাখতে ব্য়র্থ ইংল্যান্ড অধিনায়ক।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করে নিলেন, এই ম্যাচে তাঁদের পারফরম্যান্স হতাশার। তবে প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে ভুললেন না হ্যারি।