FIFA World Cup 2022: সুরাসুখেই ক্ষতে প্রলেপ ইংল্যান্ড সমর্থকদের
ইংল্যান্ডের এই অপ্রত্যাশিত পারফরম্যান্সে মন ভেঙে গিয়েছে ভক্তদের। বেজায় ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি তারা একই সঙ্গে হতাশও বটে। আর সেই হতাশা ভুলতেই তাই দলে দলে থ্রি লায়ন্সের সমর্থকরা ভিড় জমালেন ইংল্যান্ডের বিভিন্ন পানশালায়।
দোহা: ৬ থেকে সোজা ০? হিসেবটা মেলাতে পারছেন না ইংল্যান্ডবাসী। বিশ্বকাপের (World Cup) প্রথম ম্যাচে ইরানের (Iran) জালে হাফ ডজন বল জড়িয়েছিল তাদের দেশ। আর তার ঠিক পরবর্তী ম্যাচ গোলশূন্য! এটা ঠিক হজম করতে পারছেন না থ্রি-লায়েন্স সমর্থকেরা। তাই দুঃখ ভুলতে তাঁরা মাতলেন মদ্যপান ও উদ্দাম নাচে। ভিড় জমালেন ইংল্যান্ডের (England) বিভিন্ন পাবে। চলল দেদার মদ্যপান ও উদ্দাম নাচ। ক্ষত কী মিটল? তুলে ধরল TV9 Bangla।
শুক্রবারের ইংল্যান্ডের এই অপ্রত্যাশিত পারফরম্যান্সে মন ভেঙে গিয়েছে ভক্তদের। বেজায় ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি তারা একই সঙ্গে হতাশও বটে। আর সেই হতাশা ভুলতেই তাই দলে দলে থ্রি লায়ন্সের সমর্থকরা ভিড় জমালেন ইংল্যান্ডের বিভিন্ন পানশালায়। চলল দেদার মদ্যপান ও উদ্দাম নৃত্য। শুক্রবার রাতের ম্যাচে বেশ কিছু সুযোগ মিস করেছে সাউথগেটের ছেলেরা। অ্যাডেড টাইমে প্রতিপক্ষ বক্সের সামনে ফ্রি-কিক পেয়েও গোল মিস করেন অধিনায়ক হ্যারি কেন। সেই রাগে হাতের বিয়ার স্ক্রিনের দিকে ছুঁড়ে পর্যন্ত মারেন সমর্থকেরা। হ্যাঁ, এতটাই ক্ষুব্ধ তারা। প্রথম ম্যাচে ইরানকে ল্যাজেগোবরে করার পর, শুক্রবারের ম্যাচে এই রকম পারফরম্যান্স দলের থেকে আশা করেননি তারা। তাই ক্ষোভ উগরে দেন তারা। এখানেই শেষ নয়, ইংল্যান্ড যতবারই সুযোগ নষ্ট করেছে ততবারই হাত দিয়ে চোখমুখ ঢেকেছেন সমর্থকেরা। ম্যাঞ্চেস্টারের একটি পাবের এই ছবিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার রাতের আল বায়াত স্টেডিয়াম সাক্ষী থেকেছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আক্রমণ, পাল্টা আক্রমণ সব মিলিয়ে লড়াই হয়েছে সমানে সমানে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সুযোগ গুলো এইভাবে নষ্ট না করলে হয়তো নকআউটের পথে একধাপ এগিয়ে যেত হ্যারি কেনরা। তবে বিশ্বকাপের মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ের খরা কাটাতে ব্যর্থ তাঁরা।