প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়

মনোরঞ্জন ভট্টাচার্য, সুধীর কর্মকারদের সঙ্গে রক্ষণে খেলতেন চিন্ময় চট্টোপাধ্যায়। তখনকার দিনে ওভারল্যাপে উঠে এসে গোল করায় দক্ষ ছিলেন তিনি।

প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়
প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 7:10 PM

কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় (Chinmoy Chatterjee)। হৃদরোগে আক্রান্ত হয়ে খড়দহের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

১৯৭৬ সালে ইস্টবেঙ্গলে (East Bengal) সই করেন চিন্ময় চট্টোপাধ্যায়। টানা ৪ বছর পর লাল-হলুদে খেলার পর সই করেন মহমেডান স্পোর্টিংয়ে। দু বছর সাদা-কালোয় কাটিয়ে ফের লাল-হলুদে ফিরে আসেন তিনি। ১৯৮২ সালে অমল দত্তের কোচিংয়ে খেলেন লাল-হলুদে। ফিরে আসার পর ৫ বছর খেলেন ইস্টবেঙ্গলে। খেলা ছাড়ার পর পিকে বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপার সহকারী কোচ হিসেবে ইস্টবেঙ্গলে কোচিং করান চিন্ময়। শ্যামল ঘোষের সঙ্গে জুটি বেধেও কোচিং করান তিনি। ৫ বছর ইস্টবেঙ্গলের সহকারী কোচ ছিলেন।

মনোরঞ্জন ভট্টাচার্য, সুধীর কর্মকারদের সঙ্গে রক্ষণে খেলতেন চিন্ময় চট্টোপাধ্যায়। তখনকার দিনে ওভারল্যাপে উঠে এসে গোল করায় দক্ষ ছিলেন তিনি। ইস্টবেঙ্গল-মহমেডানে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন চিন্ময়। ১৯৮১ সালে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে কলকাতা লিগ জিতেছিলেন। দীর্ঘকায় এই প্রাক্তন ডিফেন্ডারের প্রয়াণে শোকের ছায়া ময়দানে।