AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Women’s Asian Cup: এশিয়ান কাপে মণীষাদের তারুণ্যই বাজি ভারতের

সিনিয়র আর জুনিয়র কম্বিনেশন নিয়েই এশিয়ান কাপে নামতে চলেছেন কোচ থমাস ডিনার্বি। মণীষার বয়স ২০। কিন্তু অদিতি চৌহানদের মতো সিনিয়রদের সঙ্গে খেলা তাঁকে দ্রুত পরিণত করে তুলেছে।

AFC Women’s Asian Cup: এশিয়ান কাপে মণীষাদের তারুণ্যই বাজি ভারতের
AFC Women’s Asian Cup: এশিয়ান কাপে মণীষাদের তারুণ্যই বাজি ভারতের (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 11:00 AM
Share

মুম্বই: ব্রাজিলের বিরুদ্ধে সেই গোল এখনও আলোচনায়। তাঁকেও তৃপ্তি দিয়েছিল ওই গোল। কিন্তু সেই মণীষা কল্যাণ (Manisha Kalyan) সামনে তাকাতে চান। ঘরের মাঠে এএফসি মেয়েদের এশিয়ান কাপ (Asian Cup) শুরু ২০ জানুয়ারি থেকে। ভারতের মেয়েরা ওই দিনই নামবে ইরানের (Iran) বিরুদ্ধে। এশিয়ান কাপে গোল ফসল ফলাতে চাইছেন মণীষা।

সিনিয়র আর জুনিয়র কম্বিনেশন নিয়েই এশিয়ান কাপে নামতে চলেছেন কোচ থমাস ডিনার্বি। মণীষার বয়স ২০। কিন্তু অদিতি চৌহানদের মতো সিনিয়রদের সঙ্গে খেলা তাঁকে দ্রুত পরিণত করে তুলেছে। মণীষা বলছেন, ‘ব্রাজিলের বিরুদ্ধে গোলটা ব্যক্তিগত ভাবে বিরাট একটা সাফল্য। যখনই প্রয়োজন পড়বে, তখনই আমি ওই গোলটার দিকে ফিরে তাকাব। ওই সাফল্য থেকে যাতে শক্তি অর্জন করতে পারি। তবে এশিয়ান কাপ কিন্তু তার থেকেও বড় মঞ্চ। এই মুহূর্তে আমি সে দিকেই তাকিয়ে আছি। আমরা যদি ভালো পারফর্ম করতে পারি, ভারতীয় ফুটবলকে বদলে দিতে পারে।’

অনূর্ধ্ব ১৯ টিম থেকে একসময় উঠে এসেছিলেন মণীষা। তিনি বলছেন, ‘প্রত্যেক ফুটবলারকেই বয়সভিত্তিক টিম থেকে উঠে আসতে হয়। একটা সময় আমি যে ভাবে অনূর্ধ্ব ১৯ টিম থেকে উঠে এসেছিলাম। তবে সে সব এখন অতীত। ফোকাস শুধু এশিয়ান কাপ। আমরা জানি না, কারা প্রথম একাদশে খেলবে। পরিবর্ত হিসেবে নামার সুযোগ পাবে কারা। একটা জিনিস জানি, কোচ কিন্তু আমাদের ফর্ম দেখেই টিমে নিয়েছেন। অতীতে কী করেছি, তার জন্য নয়।’

গ্রুপ লিগে ভারতের পরবর্তী দুটো ম্যাচ চাইনিজ তাইপে (২৩ জানুয়ারি) ও চিনের (২৬ জানুয়ারি) বিরুদ্ধে গ্রুপের তিনটে ম্যাচই অত্যন্ত কঠিন। তবে এখান থেকেই মেয়েদের ভারতীয় টিম সাফল্যের উড়ান দিতে পারে। সে কথা মাথায় রেখেই সঞ্জু যাদব বলছেন, ‘আমাদের টিমে প্রচুর তরুণ ফুটবলার। ২০, ১৮ বছর বয়সী তো বটেই, ১৬ বছরের ফুটবলারও রয়েছে। একঝাঁক তরুণকে টিমে নেওয়ার কারণই হল, বয়স কম হওয়া সত্ত্বেও প্রত্যেকের মানসিকতা এক। একটা টিমে সবার ফিজিক্যাল লেভেল সমান হয় না। কিন্তু ফুটবলে সমমনষ্ক হওয়াটা জরুরি। সে দিক থেকে দেখলে, বয়স যতই কম হোক না কেন, তরুণ ফুটবলাররা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ।’