Mohammedan Sporting: শনিবার জিতলেই আই লিগ খেতাবের দরজায় মহমেডান

I-League: রিয়াল কাশ্মীর ম্যাচে চোট পেয়েছিলেন রেমসাঙ্গা। শনিবারের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয়। ইন্টার কাশীর ম্যাচের আগে তিনি বলছেন, 'মরসুমের শুরু থেকেই চোট সমস্যা, কার্ড সমস্যা ছিল। অনেক ম্যাচেই অনেককে পাইনি। এমনকি প্রথম একাদশ সাজাতেও সমস্যা হয়েছিল। রেমসাঙ্গাকে না পাওয়া গেলে ওর বিকল্প আমাদের ঠিক করতে হবে। অকারণ চিন্তা বাড়াতে চাই না।'

Mohammedan Sporting: শনিবার জিতলেই আই লিগ খেতাবের দরজায় মহমেডান
Image Credit source: FACEBOOK
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 7:00 AM

কলকাতা: আই লিগ জয়ের পথে অনেকটাই এগিয়ে মহমেডান স্পোর্টিং। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে সাদা-কালো ব্রিগেড। ২০ ম্যাচে ৪০ পয়েন্টে দ্বিতীয় স্থানে শ্রীনিধি ডেকান। শনিবার নৈহাটিতে ইন্টার কাশীর সামনে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ জিতলেই লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন ফৈয়াজরা। লিগের শেষ ল্যাপে এসে তাই বাড়তি সতর্ক সাদা-কালো ব্রিগেড। আই লিগ জয়ের পথে এখন নিঃসন্দেহে অ্যাডভান্টেজ মহমেডান। বাকি তিন ম্যাচ থেকে দরকার ৪ পয়েন্ট। যদিও মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ এই মুহূর্তে ইন্টার কাশী ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ। মুখে বলছেন, পয়েন্টের সমীকরণ নিয়ে তাঁরা ভাবছেন না। তবে লিগ জয়ের দোরগোড়ায় থাকা মহমেডান যে ভীষণ ভাবে সতর্ক থাকার চেষ্টা করছে, তা বলার অপেক্ষা রাখে না। লক্ষ লক্ষ সাদা-কালো সমর্থকও স্বপ্ন দেখছেন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলতে।

এডি, গোমেজ, কাসিমোভ, আদজেইরা এ বার দুরন্ত ফর্মে। ডেভিড, ইরশাদ, ফৈয়াজরাও মরসুম জুড়ে অনবদ্য ফুটবল খেলেছেন। লিগ জয়ের সামনে দাঁড়িয়ে থাকা সাদা-কালো ব্রিগেড ভীষণ ভাবে নিজেদের কাজে সচেষ্ট রাখছে। ইন্টার কাশীর বিরুদ্ধে মাঠে নামার আগে মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ বলছেন, ‘ইন্টার কাশী এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে। ওদের বেশ কয়েকটি খেলা দেখেছি। অনেক ভালো ফুটবলার আছে। ছোট পাসে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা তৈরি নিজেদের ১০০ শতাংশ দিতে। এখন মরসুম শেষের পথে। এই অবস্থায় লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এখন শেষ তিনটে ম্যাচ নিয়েই ভাবছি। পয়েন্টের হিসেব নিকেশ মাথায় আনতে চাইছি না। শনিবারের ম্যাচের পরই বুঝতে পারব কোন জায়গায় দাঁড়িয়ে আছি।’

রিয়াল কাশ্মীর ম্যাচে চোট পেয়েছিলেন রেমসাঙ্গা। শনিবারের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয়। ইন্টার কাশীর ম্যাচের আগে তিনি বলছেন, ‘মরসুমের শুরু থেকেই চোট সমস্যা, কার্ড সমস্যা ছিল। অনেক ম্যাচেই অনেককে পাইনি। এমনকি প্রথম একাদশ সাজাতেও সমস্যা হয়েছিল। রেমসাঙ্গাকে না পাওয়া গেলে ওর বিকল্প আমাদের ঠিক করতে হবে। অকারণ চিন্তা বাড়াতে চাই না।’

মহমেডান জার্সিতে দীর্ঘদিন খেলছেন শেখ ফৈয়াজ। আই লিগ জয়ের মুহূর্তে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ সাদা কালো ফুটবলার বলছেন, ‘ড্রেসিংরুমে আমরা সবাই একটাই কথা বলছি, কি ভাবে ইন্টার কাশী ম্যাচ জিততে হবে। পুরো মরসুম যে ভাবে নিজেদের সেরাটা দিয়েছি, তেমন ভাবেই জিততে চাই। শনিবারের ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জেতার পরই আমরা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে অঙ্ক কষতে পারব। তাই আগে শনিবারের ম্যাচটা জিততে চাইছি আমরা।’