Indian Football: মেয়াদ বাড়ল, টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ভারতের হেড কোচের

Igor Stimac: ২০২৩ এএফসি এশিয়ান কাপ পর্যন্ত দায়িত্বে। সময়টা কি খুব কম? স্টিম্যাচের উত্তর...

Indian Football: মেয়াদ বাড়ল, টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া ভারতের হেড কোচের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2022 | 10:03 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে এসে ফেডারেশনকে তুলোধোনা করেছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ। নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত ছিলেন না তিনি। ফেডারেশনের সেই কমিটি আর নেই। নতুন কার্যকরী কমিটি এসেছে। আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি ২০২৩ এএফসি এশিয়ান কাপ পর্যন্ত ইগর স্টিম্যাচকেই কোচের দায়িত্বে রেখেছে। অল্প সময়ের জন্য মেয়াদ বাড়লেও অখুশি নন ভারতীয় দলের হেড কোচ।

ডুরান্ড কাপের ফাইনাল দেখতে যুবভারতীতে এসেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। মাঠ ছেড়ে বেরনোর সময় TV9Bangla– কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ বলেন,’সাড়ে তিন বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত। অনেক পরিশ্রম করেছি। একটা ভালো ভবিষ্যৎ গড়ার কাজে হাত দিয়েছি। তরুণ ফুটবলারদের নিয়ে একটা শক্তিশালী দল তৈরির লক্ষ্য নিয়ে এগিয়েছি। মেয়াদ বাড়ায় অবশ্যই ভালো লাগছে।’

২০২৩ এএফসি এশিয়ান কাপ পর্যন্ত দায়িত্বে। সময়টা কি খুব কম? স্টিম্যাচের উত্তর, ‘হ্যাঁ, সময়টা খুব কম। সবার জন্যই তা। তবে এই অল্প সময়েই নিজের কাজটা করতে চাই। এখন ভিয়েতনাম সফর নিয়ে ভাবছি। তারপর ক্যালেন্ডার মেনে আইএসএল হবে। এপ্রিল, মে-তে আবার জাতীয় দলের ক্যাম্প। তবে এএফসি এশিয়ান কাপ কবে হবে আমরা এখনও তা জানি না। যদিও আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আই লিগে ইন্ডিয়ান অ্যারোজকে আর খেলতে দেখা যাবে না। এ প্রসঙ্গে সুনীল ছেত্রীদের কোচ বলেন, ‘ভিয়েতনাম সফর শেষ করে ফেডারেশনের নতুন সভাপতি আর সচিবের সঙ্গে আলোচনায় বসব। ভারতীয় ফুটবলের রূপরেখা নিয়ে কথা বলব। তরুণ ফুটবলারদের তুলে আনতে অবশ্যই আমার কিছু প্রস্তাব থাকবে।’ সোমবার রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে অনুশীলন শুরু করবে ভারতীয় দল। মঙ্গলবারই উড়ে যাবে ভিয়েতনাম সফরে। সেখানে সিঙ্গাপুর আর ভিয়েতনামের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু টাইগার্স।