ISL, Kolkata Derby: আইএসএলে কলকাতা ডার্বির দিন ঘোষণা, মহমেডানের অভিষেক ১৬ সেপ্টেম্বর

Indian Super League Fixture: প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৪ তারিখ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ইস্ট-মোহনের সঙ্গে এবার আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং। ফলে আইএসএলে মোট ৬টা ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। ১৬ তারিখ মাঠে নামছে মহমেডান। প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে এফএসডিএল।

ISL, Kolkata Derby: আইএসএলে কলকাতা ডার্বির দিন ঘোষণা, মহমেডানের অভিষেক ১৬ সেপ্টেম্বর
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 11:42 AM

কলকাতা: রবিবার প্রকাশিত হল আইএসএলের সূচি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলের কিক অফ। প্রথম ম্যাচেই মাঠে নামছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৪ তারিখ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ইস্ট-মোহনের সঙ্গে এবার আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং। ফলে আইএসএলে মোট ৬টা ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। ১৬ তারিখ মাঠে নামছে মহমেডান। প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে এফএসডিএল।

১৯ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ। লক্ষ্মী পুজোর তিনদিন পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট-মোহন ডার্বি।

একনজরে মোহনবাগানের সূচি:

এই খবরটিও পড়ুন

  1. ১৩ সেপ্টেম্বর, মোহনবাগান বনাম মুম্বই (যুবভারতী)
  2. ২৩ সেপ্টেম্বর, মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (যুবভারতী)
  3. ২৮ সেপ্টেম্বর, মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (কান্তিরাভা)
  4. ৫ অক্টোবর, মোহনবাগান বনাম মহমেডান স্পোর্টিং (যুবভারতী)
  5. ১৯ অক্টোবর, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী)
  6. ৩০ অক্টোবর, মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ)
  7. ১০ নভেম্বর, মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর)
  8. ২৩ নভেম্বর, মোহনবাগান বনাম জামশেদপুর (যুবভারতী)
  9. ৩০ নভেম্বর, মোহনবাগান বনাম চেন্নায়িন এফসি (যুবভারতী)
  10. ৮ ডিসেম্বর, মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড (গুয়াহাটি)
  11. ১৪ ডিসেম্বর, মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (যুবভারতী)
  12. ২০ ডিসেম্বর, মোহনবাগান বনাম এফসি গোয়া (গোয়া)
  13. ২৬ ডিসেম্বর, মোহনবাগান বনাম পঞ্জাব এফসি (দিল্লি)

একনজরে ইস্টবেঙ্গলের সূচি:

  1. ১৪ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (কান্তিরাভা)
  2. ২২ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কোচি)
  3. ২৭ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (যুবভারতী)
  4. ৫ অক্টোবর, ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর (জামশেদপুর)
  5. ১৯ অক্টোবর, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (যুবভারতী)
  6. ২২ অক্টোবর, ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর)
  7. ৯ নভেম্বর, ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিং (যুবভারতী)
  8. ২৯ নভেম্বর, ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (যুবভারতী)
  9. ৭ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম চেন্নায়িন এফসি (চেন্নাই)
  10. ১২ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি (যুবভারতী)
  11. ১৭ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি (যুবভারতী)
  12. ২১ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (যুবভারতী)
  13. ২৮ ডিসেম্বর, ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ)

একনজরে মহমেডান স্পোর্টিংয়ের সূচি:

  1. ১৬ সেপ্টেম্বর, মহমেডান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (কিশোরভারতী)
  2. ২১ সেপ্টেম্বর, মহমেডান বনাম এফসি গোয়া (কিশোরভারতী)
  3. ২৬ সেপ্টেম্বর, মহমেডান বনাম চেন্নায়িন এফসি (চেন্নাই)
  4. ৫ অক্টোবর, মহমেডান বনাম মোহনবাগান (যুবভারতী)
  5. ২০ অক্টোবর, মহমেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কিশোরভারতী)
  6. ২৬ অক্টোবর, মহমেডান বনাম হায়দরাবাদ এফসি (কিশোরভারতী)
  7. ৯ নভেম্বর, মহমেডান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী)
  8. ২৭ নভেম্বর, মহমেডান বনাম বেঙ্গালুরু এফসি (কিশোরভারতী)
  9. ২ ডিসেম্বর, মহমেডান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর)
  10. ৬ ডিসেম্বর, মহমেডান বনাম পঞ্জাব এফসি (দিল্লি)
  11. ১৫ ডিসেম্বর, মহমেডান বনাম মুম্বই (কিশোরভারতী)
  12. ২২ ডিসেম্বর, মহমেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কোচি)
  13. ২৭ ডিসেম্বর, মহমেডান বনাম ওড়িশা এফসি (কিশোরভারতী)