দু-গোলে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। যত বড় কিংবা শক্তিশালী টিমই হোক না কেন। একাধিক চোট-আঘাতের কারণে ইস্টবেঙ্গল এখন ভাঙাচোরা দল। তা নিয়েই চলল লড়াই। সমতাও ফেরানো হল। কিন্তু জিতে মাঠ ছাড়া হল না। ব্যক্তিগত একটা ভুলই টিমের ভরাডুবির কারণ হয়ে দাঁড়াল। মুম্বই সিটি এফসির কাছে ২-৩ ব্যবধানে হার। আইএসএলে কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাসেও জোরালো ধাক্কা।
নতুন বছরের শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের। বছরের শেষটা হয়েছিল ড্র দিয়ে। শুরুটাও হয়তো এক পয়েন্ট নিয়েই হত পারতো। মরিয়া লড়াইও করেছিল। ছাংতে এবং কারেলিসের গোলে প্রধমার্ধেই ২-০ এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। লাল-হলুদ লড়াই ছাড়েনি। ৬৫ মিনিটে এক গোল শোধ করে ইস্টবেঙ্গল। যদিও সেটা মুম্বই ডিফেন্ডার পানওয়ারের আত্মঘাতী গোল। নাওরেম মহেশ দুর্দান্ত মুভ তৈরি করেছিলেন। ডিয়ামান্টাকোস, আক্রমণের চাপ সামলাতে পারেনি মুম্বই সিটি এফসি ডিফেন্স।
এক গোলের পরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। ৮৩ মিনিটি একটি মুভে বল পান হেক্টর ইউস্তে। মুম্বই সিটি এফসি বক্সে হেড করেন হেক্টর। প্রতিপক্ষ গোলের সামনে ডিয়ামান্টাকোসও ছিলেন। কিন্তু তিনি দেখেন, আরও ভালো পজিশনে রয়েছেন আক্রমণের তরুণ ফুটবলার ডেভিড। তাঁর ঠান্ডা মাথার শটে গোল। ০-২ থেকে ২-২। ভাঙাচোরা দল নিয়ে মুম্বই সিটি এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই প্রত্যাবর্তন অবশ্যই প্রশংসনীয়।
সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ব্যক্তিগত ভুলে ডুবল ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ দিকে আনোয়ারকে কাটিয়ে গোলের দিকে এগোচ্ছিলেন কারেলিস। সামনে ছিলেন হিজাজি। বল ধরে ক্লিয়ার করার পর্যাপ্ত সুযোগ ছিল। যদিও তিনি ফল মারেন যাতে পিছনে গোলকিপার বল ধরে। সেই ভুলেই গোল। ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখনের পক্ষে এত দ্রুত বল অবধি পৌঁছনো সম্ভব ছিল না। কারেলিস কোনও ভুল করেননি। মুম্বই ফের ৩-২ লিড নিয়ে নেয়।
শেষ মুহূর্ত অবধি লড়াই জারি রাখে ইস্টবেঙ্গল। ডিয়ামান্টাকোস একটি শট নেওয়ার সুযোগ পেলেও তা গোলরক্ষকের হাতে। বড় ম্যাচের আগে হেরেই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।