কলকাতা: ১১ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বি ঘিরে আচমকাই জটিলতা। এ বছর ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি ভেস্তে যেতে দেখেছেন দুই প্রধানের সমর্থকরা। যাকে কেন্দ্র করে পরবর্তীতে আন্দোলনও করেছিলেন ইস্ট-মোহন সমর্থকরা। ডার্বির একশো বছরের ইতিহাসে যে ছবি কখনও দেখা যায়নি, তা দেখা গিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে। দুই প্রধানের সমর্থকরা একজোট হয়েছিলেন। মোহনবাগান সমর্থকের কাঁধে ইস্টবেঙ্গল সমর্থকের ছবি ভাইরাল হয়েছিল। পুলিশি নিরাপত্তার কারণে সেদিনের ডার্বি ভেস্তে গিয়েছিল।
নতুন বছরের শুরুতেই এবার আইএসএলের ফিরতি ডার্বি। ১১ জানুয়ারি মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তবে সেই ডার্বি ঘিরে আচমকাই সংশয় দেখা দিয়েছে। সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার কারণে ডার্বি পিছনোর সম্ভাবনা।
জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। এবারে গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত নজরদারি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য বারের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। কলকাতার পাশাপাশি হাওড়া, বিধাননগরসহ অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ থাকবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবারে বাড়তি নজরদারি দিচ্ছে প্রশাসন। বাবুঘাট ট্রানজিট পয়েন্ট। প্রচুর পুণ্যার্থী আসবেন। সেখানেও বাড়তি নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে।
আইএসএলের ফিরতি ডার্বির আয়োজক মোহনবাগান। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যদিও এখনও সরকারি ভাবে মোহনবাগানকে কিছু জানানো হয়নি। তবে ১১ তারিখ পর্যাপ্ত পুলিশ পাওয়া নিয়ে সংশয় রয়েইছে।