Mohun Bagan: স্টুয়ার্ট-আশিসদের চোট নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 22, 2024 | 7:04 PM

Mohun Bagan Club Tent: মোহনবাগানের বিরুদ্ধে ডাগ আউটে না থাকলেও, দল যে খেলবে তাঁর নির্দেশ মতোই তা বলাই যায়। খালিদের ডেপুটি স্টিফেন ডায়াস শনিবার জামশেদপুরের ডাগ আউটে থাকবেন। কলকাতা থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে করে ঘরে ফিরতে চায় জামশেদপুর এফসি।

Mohun Bagan: স্টুয়ার্ট-আশিসদের চোট নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ
Image Credit source: X

Follow Us

কলকাতা: দীর্ঘ বিরতির পর আইএসএলে মাঠে নামছে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। জাতীয় শিবির থেকেও দলের সঙ্গে যোগ দিয়েছেন ফুটবলাররা। বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ড্র করেছিল মোহনবাগান। ৭ ম্যাচে মোলিনার দলের ঝুলিতে ১৪ পয়েন্ট। শনিবার জয়ে ফিরতে তৈরি লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেনরা।

লিগ টেবিলের সাত নম্বরে আছে জামশেদপুর এফসি। ৭ ম্যাচে ১২ পয়েন্ট। লিগের শেষ দুটো ম্যাচই হেরেছে জামশেদপুর। চেন্নাই ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখেন খালিদ জামিল। মোহনবাগানের বিরুদ্ধে ডাগ আউটে না থাকলেও, দল যে খেলবে তাঁর নির্দেশ মতোই তা বলাই যায়। খালিদের ডেপুটি স্টিফেন ডায়াস শনিবার জামশেদপুরের ডাগ আউটে থাকবেন। কলকাতা থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে করে ঘরে ফিরতে চায় জামশেদপুর এফসি।

শনিবারের ম্যাচে মাঠে নামার আগে বাগান কোচ হোসে মোলিনা বলেন, ‘ছেলেরা জানে তাদের কি করতে হবে। ওদের উপর আমার আত্মবিশ্বাস আছে। জামশেদপুর ম্যাচের জন্য আমরা পুরোদমে তৈরি।’ দিমিত্রি পেত্রাতোসকে কি শুরু থেকে দেখা যাবে? বাগান কোচের উত্তর, ‘দিমি খুব ভালো ফুটবলার। হয়তো ম্যাচ টাইম বেশি পাচ্ছে না। তবে ও মাঠে থাকলে যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’

এই খবরটিও পড়ুন

গ্রেগ স্টুয়ার্ট বল পায়ে অনুশীলন করলেও শনিবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ম্যাচের আগে কোচ মোলিনাও তাও স্বীকার করে নিয়েছেন। চোটের কারণে আশিস রাইও অনিশ্চিত। তাঁর পরিবর্তে দীপেন্দু বিশ্বাস শুরু করবেন। তবে দলে চোট আঘাত থাকলেও তা নিয়ে চিন্তিত নন বাগান কোচ। তিনি বলেই দিলেন, ‘চোট-আঘাত খেলারই অঙ্গ। তবে আমার দলে প্রত্যেক বিভাগেই খেলার মতো পর্যাপ্ত ফুটবলার আছে। যেমন আপুইয়া না থাকলে, তার জায়গায় গ্লেন মার্টিন্স, অভিষেক আম্বেকর, দীপক টাঙরির মতো ফুটবলাররা আছে। যেমন রক্ষণে শুভাশিস আছে। দীপক টাঙরি আবার রক্ষণেও খেলতে পারে। চোট-আঘাত, কার্ড সমস্যা এগুলো থাকবেই। এসব নিয়ে অজুহাত দিতে চাই না।’

এদিকে মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো জামশেদপুর ম্যাচের আগে জানালেন, নিজের খেলা নিয়ে তিনি সন্তুষ্ট নন। সবুজ-মেরুন জার্সিতে প্রথম বার যেমন পারফর্ম করেছিলেন, সেই রকম পারফরমেন্স আর করতে পারছেন না। তবে ফর্মে ফিরে আসার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছেন লিস্টন।

মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, শনিবার (কাল) সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায়

Next Article