News9 Global Summit: জার্মানিতে নিউজ় নাইন গ্লোবাল সামিট, ক্রীড়াবিনোদনের মধ্যে দিয়ে সফট পাওয়ারের উন্নতি
তিন দিনের মেগা ইভেন্টে ভারত ও জার্মানির কর্পোরেট দুনিয়ার বড় নামেরা হাজির থাকবেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ় হাজির থাকবেন এখানে। যিনি প্রথম সামিটের সময় ভারতে এসেছিলেন।
নয়াদিল্লি: ভারত ও জার্মানির কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতা পেতে চলেছে টিভি নাইন নেটওয়ার্কের নিউজ নাইন গ্লোবাল সামিটের (News9 Global Summit) মধ্যে দিয়ে। চলতি বছরের শুরুতেই দিল্লিতে আয়োজন হয়েছে এই সামিটের প্রথম সংস্করণ। এবার আন্তর্জাতিক হতে চলেছে দ্বিতীয় সামিট। স্টুটগার্টের এমএইচপি এরিনাতে ২১-২৩ নভেম্বর হতে চলেছে দ্বিতীয় সংস্করণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামিটে ‘ইন্ডিয়া, ইনসাইড দ্য গ্লোবাল ব্রাইট স্পট’ শীর্ষক ভাষণ দেবেন।
এই সামিটের জার্মান সংস্করণ আন্তর্জাতিক স্তরে ভারতকে তুলে ধরার সুযোগ থাকছে, বিশেষ করে ইউরোপীয় দর্শকদের কাছে। তিন দিনের মেগা ইভেন্টে ভারত ও জার্মানির কর্পোরেট দুনিয়ার বড় নামেরা হাজির থাকবেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ় হাজির থাকবেন এখানে। যিনি প্রথম সামিটের সময় ভারতে এসেছিলেন। স্কোলজ় ও তাঁর টিম বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে বড় মঞ্চ হিসেবে চিহ্নিতও করেছিলেন।
ক্রীড়াবিনোদন- সফট পাওয়ার
এই খবরটিও পড়ুন
নিউজ নাইন সামিট ব্যবসা, অর্থনীতি, প্রযুক্তি ও খেলা, সংস্কৃতি— অনেক কিছুর উপরেই ফোকাস করবে। তথ্য় ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং যোগাযোগ ও উত্তরপূর্ব ভারতের উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্দিয়া ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। অন্য দিকে জার্মান সরকারের তরফে হাজির থাকবেন মন্ত্রী উইনফ্রায়েড ক্রেটচমান। এই সামিটের একটি গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে ক্রীড়াবিনোদন। যেখানে যুদ্ধ ও হিংসা শিরোনামে জায়গা পাচ্ছে, ক্রীড়া এবং বিনোদন কার্যকর ভূমিকা নিচ্ছে। ক্রীড়া এবং বিনোদন যে কোনও দেশের ভিত্তিস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এই সেশনে কী কী নিয়ে আলোচনা হবে?
কীভাবে একটা দেশ নিজেদের ক্রীড়া এবং বিনোদনের জগতকে সাফল্যের সঙ্গে তুলে ধরতে পারে? যার সঙ্গে নিবিড় যোগ থাকবে অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রভাব থাকবে?
একটা দেশ ক্রীড়া ও বিনোদনের ক্ষেত্রে কীভাবে সফট তৈরি করতে পারে?
এ ক্ষেত্রে কি কোনও সফল ফর্মুলা আছে, যা অন্য দেশ ফলো করতে পারে?
সফট পাওয়ার কার্যকর করার ক্ষেত্রে বাধা কোথায়?
কন্সট্যান্টিন ফিল্ম এজি-র ম্যানেজিং ডিরেক্টর ফ্রেডরিখ রাডমান, বাদেন উয়েরটেমবার্গ ফিল্ম অফিসের বোর্ড চেয়ারম্যান অলিভার মান, টিবেটান ব্লু অ্যাডভাইসরি সার্ভিসের প্রতিষ্ঠাতা জয় ফ্রাঙ্কোভিচ, ভিএফবি স্টুটগার্টের যুব উন্নয়নের ডিরেক্টর স্টিফেন হিল্ডব্র্যান্ডটরা হাজির থাকবেন এই সেশনে। ২২ নভেম্বর নরেন্দ্র মোদীর ভাষণ লাইভ দেখা যাবে টিভি-নাইন নেটওয়ার্কের ব্রডকাস্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে, রাত ৯টা থেকে।