News9 Global Summit, Germany: ফুটবলে উন্নতি করতে জার্মানির হাত ধরতে চায় ভারত
চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের নানা কোণ থেকে প্রতিভা খুঁজে বের করার কাজটা শুরু করে দিয়েছে তারা। বিশ্ব আঙিনার সামনে তুলে ধরার ক্ষেত্রেও সাহায্য করছে।
নয়াদিল্লি: টিভি নাইন নেটওয়ার্ক নিউজ় নাইনের গ্লোবাল সামিট আরও কাছাকাছি এনে দেবে ভারত এবং জার্মানিকে। তার সুফল মিলবে কূটনৈতিক ও অর্থনৈতিক দুই ক্ষেত্রেই। ২১ থেকে ২৩ নভেম্বর, স্টুটগার্টে ৩ দিনের সামিট। তাতে ‘ইন্ডিয়া: ইনসাইড দ্য গ্লোবাল ব্রাইট স্পট’ শীর্ষক মূল্যবান ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সামিটের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের তুলে ধরার মূল্যবান সুযোগ থাকছে ভারতের সামনে। ভারত ও জার্মানির কর্পোরেট জগতের শীর্ষ মাথারা হাজির থাকবেন এই বৈঠকে। তাঁরা উন্নতির স্থায়ী রোডম্যাপ তৈরি করার জন্য আলোচনা করবেন। কিছুদিন আগেই জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ় একদল ব্যবসায়ীকে নিয়ে ভারতে এসেছিলেন। তাঁর ওই ভারত সফরের ঠিক পরেই হচ্ছে এই সামিট। সে দিক থেকে দেখলে এই সামিট বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
নিউজ নাইন সামিট ব্যবসা, অর্থনীতি, প্রযুক্তি ও খেলা, সংস্কৃতি— অনেক কিছুর উপরেই ফোকাস করবে। তথ্য় ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং যোগাযোগ ও উত্তরপূর্ব ভারতের উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্দিয়া ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। অন্য দিকে জার্মান সরকারের তরফে হাজির থাকবেন মন্ত্রী উইনফ্রায়েড ক্রেটচমান। এই সামিটের একটি গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে ক্রীড়াবিনোদন। যেখানে যুদ্ধ ও হিংসা শিরোনামে জায়গা পাচ্ছে, ক্রীড়া এবং বিনোদন কার্যকর ভূমিকা নিচ্ছে। ক্রীড়া এবং বিনোদন যে কোনও দেশের ভিত্তিস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এই খবরটিও পড়ুন
চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের নানা কোণ থেকে প্রতিভা খুঁজে বের করার কাজটা শুরু করে দিয়েছে তারা। বিশ্ব আঙিনার সামনে তুলে ধরার ক্ষেত্রেও সাহায্য করছে। জার্মানিতে ট্রেনিং নেবে ভারতের কচিকাঁচারা। বুন্দেশলিগার চিফ মার্কেটিং ম্য়ানেজার পির নাওবার্ট, যিনি নিউজ় নাইনের কর্পোরেট কাপে জয়ী দলের জার্মান সফরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি এই সামিটে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ‘ইন্ডিয়া অ্য়াজ আ ফুটবলিং নেশন: আ জার্মান টেমপ্লেট’ শীর্ষক ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন বুন্দেশলিগার ক্লাব ভিএফবি স্টুটগার্টের চিফ মার্কেটিং ও সেলস অফিসার রভেন ক্যাসপার। দিল্লি ফুটবল সংস্থা ও সুদেভা দিল্লি এফসির প্রেসিডেন্ট অনুজ গুপ্তও উপস্থিত থাকবেন। থাকবেন টেনিস আইকন সানিয়া মির্জা। ২২ নভেম্বর নরেন্দ্র মোদীর ভাষণ লাইভ দেখা যাবে টিভি-নাইন নেটওয়ার্কের ব্রডকাস্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে, রাত ৯টা থেকে।