ইন্ডিয়ান সুপার লিগে ইতিহাস গড়েছে মোহনবাগান। টানা দু-বার আইএসএল লিগ শিল্ড জিতেছে তারা। কিন্তু একটা আক্ষেপ এখনও বাকি। তেমনই আরও বড় লক্ষ্যও রয়েছে। শিল্ড জিতেই ক্ষান্ত থাকতে নারাজ মোহনবাগান। গত মরসুমে শিল্ড জিতলেও নকআউট ট্রফি জেতা হয়নি। একসঙ্গে জোড়া ট্রফিতেই নজর। এর জন্য জয়ের ধারা, ছন্দ এবং খিদেটা বজায় রাখা জরুরি। মুম্বইয়ের মাঠে আরও একটা লক্ষ্যও রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে মুম্বইয়ের মাঠে কখনও মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। এই লক্ষ্য পূরণেও নজর মোলিনার।
মোহনবাগান দুর্দান্ত ছন্দে। শীর্ষস্থানও নিশ্চিত। কিন্তু উল্টোদিকে শক্তিশালী মুম্বই সিটি এফসি এখনও প্লে-অফের দৌড়ে থাকলেও নিশ্চিত নয়। এখান থেকে প্রতিটা ম্যাচই তাদের কাছে নকআউট। মোহনবাগান যে ছন্দে রয়েছে, মুম্বই সিটি এফসির কাছে কঠিন চ্যালেঞ্জ। তবে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি বরাবরই শক্ত প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে মুম্বই সিটি এফসি পাচ্ছে না মেহতাব সিংকে। ফলে মোহনবাগানের আক্রমণের ঝাঁঝ সামলাতে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে মুম্বইকে।
একদিক থেকে এই ম্যাচ যেমন মোহনবাগানের কাছে আক্ষেপ পূরণ, ধারাবাহিকতা বজায় রাখার, তেমনই কলকাতা ফুটবলের জন্যও লাভজনক হতে পারে। মোহনবাগান জিতলে মুম্বই সিটি এফসির লোকশান, লাভ হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তার জন্য অবশ্য ইস্টবেঙ্গলকেও নিজেদের শেষ দুটি ম্যাচ জিততে হবে।
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি, বিকেল ৫টা, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস ৩, জিও হটস্টারে সম্প্রচার