Anita Kumari: চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের মঞ্চে নামবেন ঝাড়খন্ডের অনিতা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 02, 2022 | 8:30 AM

ঝাড়খণ্ডের ওরমাঞ্চি গ্রাম থেকে উত্থান অনিতার।

Anita Kumari: চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের মঞ্চে নামবেন ঝাড়খন্ডের অনিতা
Anita Kumari: চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের মঞ্চে নামবেন ঝাড়খন্ডের অনিতা

Follow Us

কলকাতা: টিনের চাউনি দেওয়া বাড়ি। খাবার কোনও দিন জোটে কী জোটে না। জুটলেও মাঝে মাঝে ফ্যান ভাত। এই খেয়েই বিশ্বকাপের মঞ্চে পাড়ি দিচ্ছেন ঝাড়খণ্ডের এক কিশোরী। মনের জোর থাকলে কী না করা যায়। সবার চলার পথটা এতটা সহজ হয় না। অভাব অনটনকে তোয়াক্কা না করে ঝাড়খণ্ডের অনিতা কুমারি (Anita Kumari) যেমন সুযোগ করে নিয়েছেন আসন্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে (U-17 World Cup 2022)। যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোনের মতো অবস্থা, সেখান থেকে উঠে আসা অনিতার। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে, বহু পরিশ্রম করে অবশেষ তার মূল্য পেলেন অনিতা। ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ঝাড়খণ্ড থেকে ৭ জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন অনিতাও।

ফ্যান ভাত খেয়েও, অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমই সাফল্য এনে দিয়েছে অনিতাকে। তাঁর মা ঠিকা শ্রমিকের কাজ করেন। ঝাড়খণ্ডের ওরমাঞ্চি গ্রাম থেকে উত্থান অনিতার। প্রতিবেশীরা অনেকেই অনিতাকেও সেই কাজে যোগ দেওয়ার কথা বলেছেন বিভিন্ন সময়। বা বলেছেন ফুটবল ছেড়ে পড়াশুনা করলেও পারেন তিনি। তাদের মতে, মেয়ে হয়ে ফুটবল খেলে কী হবে। কিন্তু সমাজের কথায় কান দেননি অনিতা ও তাঁর মা-বাবা। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সব সময় অনিতা তাঁর মা-বাবাকে পাশে পেয়েছেন।

দারিদ্র্যতার সঙ্গে লড়াই তো রয়েছেই, সঙ্গে গ্রামের লোকেদের গঞ্জনাও শুনতে হয়েছে অনিতাকে। তিনি বলেন, “মেয়ে হয়ে কেন ছেলেদের মতো হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে যাই, এই কথা বহুবার শুনতে হয়েছে। অনেক সময় যখন আমরা যেখানে অনুশীলন করি, সেখানে কাঁচও ফেলে দেওয়া হয়েছে।”

যে পরিবারে দু’বেলা দু’মুঠো খাবার জোটাই মুশকিল, সেখানে টিভি, মোবাইল থাকাটাও খুব একটা কাম্য নয়। ফলে মেয়ের খেলা দেখার সুযোগ পাবেন কিনা অনিতার মা-বাবা তা নিয়ে তাঁদেরও সন্দেহ রয়েছে। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে মনের জোরে আসন্ন অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিজের জায়গা করে নিয়েছেন অনিতা, তা প্রশংসার যোগ্য।

আরও পড়ুন: IPL 2022 KKR vs RR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ

আরও পড়ুন: Virat Kohli-Anushka Sharma: ‘তোমাকে ছাড়া আমি কী করতাম!’ অনুষ্কার জন্মদিনে আবেগমাখা বার্তা বিরাটের

আরও পড়ুন: IPL 2022: দিল্লিকে ৬ রানে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় লখনউ