Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Anushka Sharma: ‘তোমাকে ছাড়া আমি কী করতাম!’ অনুষ্কার জন্মদিনে আবেগমাখা বার্তা বিরাটের

Anushka Sharma Birthday: আজ ৩৪-এ পা দিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। নেটদুনিয়ায় জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভাসছেন সুন্দরী অভিনেত্রী। তবে বিরাটপ্রেমীরা নেটমাধ্যমে তাঁর উইশের জন্য অপেক্ষায় ছিলেন। স্ত্রীর জন্মদিনে রীতিমতো আবেগে ভাসলেন ভারতের ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে বিরাট ব্যস্ত আইপিএলে (IPL 2022)। বায়ো বাবলে অনুষ্কাও রয়েছেন তাঁর সঙ্গেই। ফলে বিরাটের পাশাপাশি আরসিবি পরিবারের সঙ্গে বেশ ভালোই জন্মদিন উদযাপন করলেন অনুষ্কা। ইন্সটাগ্রামে তিনিও শেয়ার করলেন জন্মদিন সেলিব্রেশনের ছবি।

| Edited By: | Updated on: May 01, 2022 | 8:15 PM
কথায় বলে বলিউডে কাস্টিং কাউচের ফাঁদে পা নয়। অথচ, প্রতিটা মুহূর্তে শুটিং সেটে সহ অভিনেতা বা পরিচালক প্রযোজকের যে কটুক্তি ধেয়ে আসে, তার বেলায় কি!

কথায় বলে বলিউডে কাস্টিং কাউচের ফাঁদে পা নয়। অথচ, প্রতিটা মুহূর্তে শুটিং সেটে সহ অভিনেতা বা পরিচালক প্রযোজকের যে কটুক্তি ধেয়ে আসে, তার বেলায় কি!

1 / 5
বিরাটের এই আবেগমাখা পোস্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর সমর্থকদের। (ছবি-বিরাট কোহলি টুইটার)

বিরাটের এই আবেগমাখা পোস্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর সমর্থকদের। (ছবি-বিরাট কোহলি টুইটার)

2 / 5
একমুখ হাসি নিয়ে কেক খাওয়ার ছবি পোস্ট করেছেন বার্থ ডে গার্ল অনুষ্কাও। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

একমুখ হাসি নিয়ে কেক খাওয়ার ছবি পোস্ট করেছেন বার্থ ডে গার্ল অনুষ্কাও। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

3 / 5
আবার ছবির ক্যাপশনে লিখেওছেন, নিজের জন্মদিনে কেকের সবথেকে বড় টুকরোটা তিনিই খেয়েছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

আবার ছবির ক্যাপশনে লিখেওছেন, নিজের জন্মদিনে কেকের সবথেকে বড় টুকরোটা তিনিই খেয়েছেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

4 / 5
সাদা রংয়ের কেকটিতে লেখা ছিল 'হ্যাপি বার্থ ডে মাই লাভ'। আজ, অনুষ্কার জন্মদিন। কিন্তু গতকাল রানে ফিরে (গুজরাতের বিরুদ্ধে গতকালের ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বিরাট) তিনি আগাম জন্মদিনের উপহারটা দিয়েছিলেন।  (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

সাদা রংয়ের কেকটিতে লেখা ছিল 'হ্যাপি বার্থ ডে মাই লাভ'। আজ, অনুষ্কার জন্মদিন। কিন্তু গতকাল রানে ফিরে (গুজরাতের বিরুদ্ধে গতকালের ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বিরাট) তিনি আগাম জন্মদিনের উপহারটা দিয়েছিলেন। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: