Lionel Messi: বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যাবেন মেসি, আশায় লিও

বিশ্বকাপ জয়ের আর দু'ধাপ দূরে আকাশি-সাদা জার্সিধারীরা। মেসি বা মদ্রিচ, কোনও একজনের স্বপ্ন আজ ধুলোয় মিশবে। হতে পারে লুসেইল স্টেডিয়ামে আজই মেসির লাস্ট ডান্স!

Lionel Messi: বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যাবেন মেসি, আশায় লিও
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:16 PM

দোহা: কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ফুটবলের মহারণ শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন বটে। তবে আর্জেন্টিনা ও মেসি ফ্যানদের মন মানতে চায় না। তাই বারেবারে ফিরে ফিরে আসে সেই একই প্রশ্ন। সত্যিই কি কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি (Lionel Messi)? সেমিফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকেও একই প্রশ্ন ধেয়ে এল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির  দিকে। মঙ্গলবার মধ্যরাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াই আর্জেন্টিনার। বিশ্বকাপ জয়ের আর দু’ধাপ দূরে আকাশি-সাদা জার্সিধারীরা। মেসি বা মদ্রিচ (Argentina vs Croatia) কোনও একজনের স্বপ্ন আজ ধুলোয় মিশবে। হতে পারে লুসেইল স্টেডিয়ামে আজই মেসির লাস্ট ডান্স! তাই আর্জেন্টিনার জার্সিতে লিওর অবসর নিয়ে প্রশ্নটা সঙ্গত। জবাবে কী বললেন আর্জেন্টাইন কোচ? তুলে ধরল TV9 Bangla

আর পাঁচটা মেসি অনুরাগীর মতোই শুনিয়েছে স্কালোনির গলা। তিনিও মনে করেন, বিশ্বকাপের পর লিওর হৃদয় পরিবর্তন হবে। ৩৫ বছরের মেসি আর্জেন্টিনাকে এখনই বিদায় জানাবেন না। তাঁর কথায়, “আশা করি ও খেলা চালিয়ে যাবে। দেখা যাক সেরকম কিছু হয় কি না। তাহলে ওর খেলা আমরা উপভোগ করতে পারব। এটাই আমাদের এবং সারা ফুটবল বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ।” তিনি আরও যোগ করেন, “আমি মেসিকে খুব ভালোভাবে চিনি। ও বরাবরই জিততে ভালোবাসে। আর্জেন্টিনার হয়ে খেলা ওর কাছে গর্বের। আমাদের খুশির জন্য ও খেলা চালিয়ে যেতে পারে।” আর্জেন্টিনার অধিনায়ক তাঁর কেরিয়ারের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছে। ২০১৪ সালে স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল জার্মানির কাছে। সব পেয়েছির মাঝে শুধুমাত্র বিশ্বকাপ ট্রফিটাই অধরা।

অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রড্রিগো ডি পলের চোট নিয়েও কথা বলেন স্কালোনি। তাঁরা দু’জনই সুস্থ হয়ে উঠেছেন। ফলে মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্টিয়েলের সাসপেনশন নিয়ে মাথা ঘামাচ্ছেন না আর্জেন্টিনার কোচ। ইতিহাস বলছে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর প্রতিবারই ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনার। সেমি থেকে অন্তত হতাশ হয়ে ফিরতে হয়নি। এ বারও কি বজায় থাকবে সেই ট্র্যাডিশন? অপেক্ষা শুধু রাত গড়ানোর।