ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গেয়ে চমকে দিয়েছিলেন ইরানের ফুটবলাররা। নিজেদের দেশের সরকারের প্রতি প্রতিবাদ স্বরূপ এই সাহসী সিদ্ধান্ত। বিশ্বকাপে নিজেদের দেশের ফুটবলারদের এই মৌনতায় নড়চড়ে বসে ইরান সরকার। (ছবি:টুইটার)
প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার হার! বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনগুলির মধ্যে একটি। বিশ্বকাপের ক্রমতালিকায় সর্বনিম্ন দলগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল সৌদি। (ছবি:টুইটার)
জার্মান ফুটবলারদের মুখে হাত। সমকামিতার সমর্থনে ওয়ানলাভ আর্মব্যন্ড পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তার পরিবর্তে ম্যাচের আগে ফোটো সেশনে হাত দিয়ে মুখ ঢাকেন জার্মান ফুটবলাররা। (ছবি:টুইটার)
শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ঝোড়ো পারফরম্যান্স এবং নাচ। হাফটাইমের আগেই ৪-০ ছিল ম্যাচের ফলাফল। চোখের জলে বিদায় নিলেও সুন্দর ফুটবলে সেদিন ফুটবল ভক্তদের মন ভরিয়ে দিয়েছিলেন নেইমাররা। (ছবি:টুইটার)
মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোল। (ছবি:টুইটার)
দলের অধিকাংশ খেলোয়াড়ের বয়স হয়েছে। অথচ সেই দলটিই পরপর দুটি ম্যাচ পেনাল্টি শুট-আউটে জিতে নিয়েছে। কথা হচ্ছে ক্রোয়েশিয়ার। (ছবি:টুইটার)
আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে উট ওয়েগহোর্স্ট শেষ বাঁশি বাজার একটু আগে গোল করেন। এরপর ইনজুরি টাইমের একেবারে শেষদিকে ফ্রি কিক থেকে ফের গোল করেন নেদারল্যান্ডসের ফুটবলার। মেসিভক্তদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। (ছবি:টুইটার)
কোনও চোট বা সমস্যা ছাড়াই বিশ্বকাপে প্রথমবারের মতো পরপর দুটি ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!(ছবি:টুইটার)
কাতারে মরক্কোর রূপকথার দৌড়। পর্তুগালের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। তাদের শিকারের তালিকায় রয়েছে স্পেনও।(ছবি:টুইটার)
গ্রুপ স্টেজে ইনজুরি টাইমের জন্য ব্যয় হয়েছে ৫৬৩ মিনিট। ইংল্যান্ড-ইরান ম্যাচে ২৭ মিনিটের ইনজুরি টাইম দেওয়া হয়! (ছবি:টুইটার)