ISL Derby: কলকাতা থেকে সরল ডার্বি, গুয়াহাটিতে হবে ইস্ট-মোহন লড়াই?

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 06, 2025 | 7:39 PM

Mohun Bagan vs East Bengal: গত কয়েকদিন ধরে ১১ জানুয়ারির ডার্বির ভেনু নিয়ে নানা আলোচনা হয়েছে। এরপর উঠে এসেছে গুয়াহাটির নাম। সরকারি ঘোষণা হয়ে গিয়েছে যে, কলাকাতা থেকে সরল ডার্বি।

ISL Derby: কলকাতা থেকে সরল ডার্বি, গুয়াহাটিতে হবে ইস্ট-মোহন লড়াই?
১১ জানুয়ারিই হবে কলকাতা ডার্বি

Follow Us

কলকাতা: ইস্ট-মোহন সমর্থকদের জন্য বড় খবর। নতুন বছরে প্রথম কলকাতা ডার্বির দিনক্ষণে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। ১১ জানুয়ারি যুবভারতীতে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট পর্যাপ্ত পুলিশ দিতে পারবে না ডার্বিতে। তাই সমস্যা তৈরি হয়েছিল। এরপর জানা যায়, জামশেদপুর বা ভুবনেশ্বরে হতে পারে আইএসএলের দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি। গত কয়েকদিন ধরে ১১ জানুয়ারির ডার্বির ভেনু নিয়ে নানা আলোচনার পর উঠে এসেছে গুয়াহাটির নাম। সরকারি ঘোষণা হওয়ার অপেক্ষা শুধু। যা খবর, তাতে গুয়াহাটিতে হবে ইস্ট-মোহন ম্যাচ। কিন্তু গুয়াহাটিতেই কেন?

জানা গিয়েছে, গুয়াহাটিতে ব্রডকাস্টার সেট আপ পরিস্থিতি ভালো। আর ১০ জানুয়ারি যেহেতু গুয়াহাটিতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড ও পঞ্জাব এফসির ম্যাচ, তাই পরের দিন কলকাতা ডার্বি আয়োজনে খুব একটা সমস্যা হবে না। আর এ বারের আইএসএল ডার্বির আয়োজক মোহনবাগান। তাই বাজেটের কথা মাথায় রেখেই গুয়াহাটিকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া কলকাতা থেকে গুয়াহাটির দূরত্বও অনেক বেশি নয়। ফলে সেখানে ফুটবলারদের ট্রাভেল করতেও সমস্যা হবে না

ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অবস্থা কেমন? এ বারের আইএসএলে ১৪টি ম্যাচ খেলেছে মোহনবাগান। তাতে ১০টিতে জয়। ২টি হার, ২টি ড্র। পয়েন্ট টেবলের শীর্ষে মোহনবাগান। আর কলকাতার অপর প্রধান ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট টেবলের ১১ নম্বরে। আজ, সোমবার সল্টলেক স্টেডিয়ামে রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি। এ বারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এখনও অবধি ১৩টি ম্যাচ খেলেছে। তাতে জয় ৪টিতে। হার ৭টিতে ও ড্র ২টিতে।

Next Article