I League: নয় ফুটবলার নিয়ে আইলিগের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড

I League: রবিবার থেকে শুরু হল আইলিগ। প্রথম দিন ছিল তিনটি ম্যাচ। ইন্ডায়ান অ্যারোজ ও ট্রাউ এফসি ম্যাচ গোলশূন্য ড্র। গোকুলাম কেরালা ১-০ গোলে হারাল চার্চিল ব্রাদার্সকে। পেনাল্টি থেকে এবারের লিগের প্রথম গোলটি করলেন শরিফ মুখাম্মদ।

I League: নয় ফুটবলার নিয়ে আইলিগের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড
ম্যাচ শুরুর আগে পঞ্জাব অধিনায়ক অভিষেক। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 9:43 PM

কলকাতা: ভারতীয় ফুটবলে (Indian Football) এমন ঘটনা এর আগে কেউ দেখেছেন কি না সন্দেহ আছে। ১১ জনের বদলে নয় জন ফুটবলার (nine footballer) নিয়ে খেলতে নামছে একটা দল। সেটাও আবার আইলিগের (I League) মঞ্চে। এটাই দেখা গেল আজকের রাউন্ডগ্লাস পঞ্জাব (RoundGlass Punjab) ও রাজস্থান ইউনাইটেড এফসি (Rajasthan United) ম্যাচে। কেন? কারণ ফুটবলার রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়ম। রিজার্ভ বেঞ্চে কোনও ফুটবলার নেই। দলে মাত্র এক বিদেশি। ১১ জনের বদেল ৯ জন ফুটবলার। রাজস্থানের দল হিসেবে প্রথমবার আইলিগের যোগ্যতা অর্জন করা দলের অভিষেক একেবারেই সুখের হল না।

নিজেদের টুইটার অ্যাকাউন্টে রাজস্থান ইউনাইটেড এফসি জানিয়েছে, তাদের কাছে একটাই উপায় ছিল, ম্যাচটা ছেড়ে দেওয়া অথবা ৯ জন ফুটবরা নিয়ে মাঠে নেমে লড়াই করা। ১ জানুয়ারির পর ফুটবলার সই করিয়ে মাঠে নামাতে পারবে জয়পুরের দল। এমন অবস্থাতে নিজেদের টুইটার একটা অভিনবত্ব দেখাল রাজস্থান ইউনাইটেড। ফুটবলারদের তালিকায় নয় ফুটবলার নাম, আর রিজার্ভের জায়গায় লেখা, HARDWORK, COURAGE, MOTIVATION, DEDICATION, DETERMINED, GOD, FEARLESS, AMBITIOUS.

রবিবার থেকে শুরু হল আইলিগ। প্রথম দিন ছিল তিনটি ম্যাচ। ইন্ডায়ান অ্যারোজ ও ট্রাউ এফসি ম্যাচ গোলশূন্য ড্র। গোকুলাম কেরালা ১-০ গোলে হারাল চার্চিল ব্রাদার্সকে। পেনাল্টি থেকে এবারের লিগের প্রথম গোলটি করলেন শরিফ মুখাম্মদ। তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল রাজস্থান ইউনাইটেড এফসি ও রাউন্ডগ্লাস পঞ্জাব। অসম একটা লড়াই করতে নেমেছিল তারা। ৯০ মিনিটে লড়াই শেষে ফল ২-০। নয় জনের রাজস্থান পারল না পঞ্জাবকে হারাতে।

আরও পড়ুন : Year Ender 2021: ছবিতে দেখুন একুশে ইন্সটাগ্রামে সব থেকে বেশি ফলোয়ার থাকা ৯ অ্যাথলিট