FIFA World Cup Qualifiers: মরণবাঁচন ম্যাচের আগে রোনাল্ডোর প্রার্থনা

সিআর সেভেনের আর্জি, 'সমস্ত সমর্থকদের বলছি, আমাদের জন্য স্টেডিয়াম ভরিয়ে দাও। দ্রাগাওয়ের গ্যালারিতে আমি রেকর্ড সংখ্যক দর্শক দেখতে চাই।' রোনাল্ডোর আর্তি শুনছেন পর্তুগাল সমর্থকরাও। ম্যাচের সমস্ত টিকিট শেষ।

FIFA World Cup Qualifiers: মরণবাঁচন ম্যাচের আগে রোনাল্ডোর প্রার্থনা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 8:50 PM

পোর্তো: মঙ্গলবার রাতে রোনাল্ডোদের মরণ বাঁচন ম্যাচ। প্রাক বিশ্বকাপের প্লে অফে পর্তুগালের সামনে নর্থ ম্যাসিডোনিয়া। কাতার বিশ্বকাপের লক্ষ্যে আর একটাই ধাপ বাকি আছে রোনাল্ডোদের। সেটা কার্যকর করতে পারলেই কাতারের টিকিট পেয়ে যাবেন জোটারা। গত ম্যাচে তুরস্ককে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে পর্তুগালের আত্মবিশ্বাস তুঙ্গে। ধারে ভারে অনেকটাই পিছিয়ে নর্থ ম্যাসিডোনিয়া। কিন্তু ভয় ধরাচ্ছে একটাই। তাঁদের হার না মানা মনোভাব। বিশ্বকাপের লক্ষ্যে অবিচল তাঁরা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে দিয়েছে গোরান পান্ডেভের দেশ। পর্তুগালকে হারাতে পারলে স্বপ্নপূরণ হবে নর্থ ম্যাসিডোনিয়ার। প্রথম বার বিশ্বকাপ খেলার স্বাদ পাবে ত্রাজকোভস্কিরা। হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরাও। হাইটেনশন ম্যাচের পর্তুগাল শিবিরে স্বস্তি। কোয়ারান্টিন কাটিয়ে ফিরতে চলেছেন পেপে।

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে দেশবাসীর কাছে প্রার্থনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিআর সেভেনের আর্জি, ‘সমস্ত সমর্থকদের বলছি, আমাদের জন্য স্টেডিয়াম ভরিয়ে দাও। দ্রাগাওয়ের গ্যালারিতে আমি রেকর্ড সংখ্যক দর্শক দেখতে চাই।’ রোনাল্ডোর আর্তি শুনছেন পর্তুগাল সমর্থকরাও। ম্যাচের সমস্ত টিকিট শেষ। চড়া দামে কালোবাজারিও হচ্ছে পর্তুগাল-নর্থ ম্যাসিডোনিয়া ম্যাচের টিকিট। অন্যদিকে দেশের ইতিহাস দেখতে তৈরি নর্থ ম্যাসিডোনিয়ার সমর্থকরাও। তাঁদের অনেকে ইতিমধ্যেই জড়ো হয়ে গিয়েছে লিসবনে।

রোনাল্ডো এর সঙ্গে যোগ করে আরও বলেন, ‘গত রাতে শুতে যাওয়ার আগে একটা চিন্তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি চাই আমাদের জাতীয় সঙ্গীতের মিউজিক বাজিয়ে স্টেডিয়ামের সমস্ত দরজা বন্ধ করে দিই। আর গ্যালারি ভর্তি দর্শকরা মিউজিকের তালে গেয়ে উঠুক। আমাদের শক্তি, আমাদের একতা বুঝিয়ে দিক। আমাদের এখন একটাই উদ্দেশ্য। বিশ্বকাপ। আমাদের সমর্থকরা দেখিয়ে দিক। আমরা ঠিক ম্যাচ জিতব।’

আরও পড়ুন: FIFA World Cup Qualifier: ‘৮৬-র পর আবার বিশ্বকাপের টিকিট