ম্যাচের ২০ মিনিটে জুভেন্তাসকে এগিয়ে দেয় ফেদরিকো চিয়েসা। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
দ্বিতীয়ার্ধে সাম্পদোরিয়া সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
ম্যাচের ইনজুরি টাইমে জুভেন্তাসের জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসেবে নামা অ্যারন রামসি। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
সিরি এ-তে এই নিয়ে টানা ৫ ম্যাচে গোল পেলেন না রোনাল্ডো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)
ম্যাচ শেষে জুভে ম্যানেজারের মন্তব্য, "সবসময় রোনাল্ডোর গোল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা ওর ওপর সবসময় নির্ভর করি না।" (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)