AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্লুজদের হিরো এডুয়ার্ড মেন্ডি

এডুয়ার্ড মেন্ডি (Edouard Mendy)। ব্লুজদের হিরো। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে, আলোড়ন তুলেছেন চেলসির (Chelsea) ২৯ বছর বয়সী গোলকিপার। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ১১টি ম্যাচে ৮টি ক্লিন শিট তাঁর দখলে। তাঁর দুর্দান্ত সেভ বেঞ্জেমাদেরও আটকে দিয়েছে সেমি ফাইনালে। চড়াই উতরাই পেরিয়ে আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছেন এডুয়ার্ড মেন্ডি। বেকারত্বের ফলে সাত বছর আগে ফুটবল খেলাই ছেড়ে দেবেন ভেবেছিলেন মেন্ডি। কিন্তু তাঁর অক্লান্ত পরিশ্রমের মূল্য অবশেষে পেলেন তিনি।

| Edited By: | Updated on: May 07, 2021 | 9:03 AM
Share
চেলসির গোলকিপার এডুয়ার্ড মেন্ডি সেমি ফাইনালে করিম বেঞ্জেমার দুই গোল ঠেকান। যার জেরে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুচেলের ছেলেরা। (সৌজন্যে-টুইটার)

চেলসির গোলকিপার এডুয়ার্ড মেন্ডি সেমি ফাইনালে করিম বেঞ্জেমার দুই গোল ঠেকান। যার জেরে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুচেলের ছেলেরা। (সৌজন্যে-টুইটার)

1 / 5
২০২০ সালের সেপ্টেম্বরে এডুয়ার্ড মেন্ডি ২২ মিলিয়ন ডলারের বিনিময়ে চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন।(সৌজন্যে-টুইটার)

২০২০ সালের সেপ্টেম্বরে এডুয়ার্ড মেন্ডি ২২ মিলিয়ন ডলারের বিনিময়ে চেলসির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন।(সৌজন্যে-টুইটার)

2 / 5
আপাতত চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে বেশি ক্লিন শিট ঝুলিতে নিয়ে এডুয়ার্ড মেন্ডি বলেছেন, "আমি জানি আমার অনেক ক্লিন শিট রয়েছে। কিন্তু আমি সেগুলি গুনে রাখি না। কারণ আমি মনে করি গোলকিপার হল সেই ব্যক্তি যার কাজই থামানো। ১০ জন প্রতিপক্ষকে থামানোই থাকে আমার মূল লক্ষ্য। আমার জন্য দলের পারফরম্যান্স ভালো হলে খুশি হই।" (সৌজন্যে-টুইটার)

আপাতত চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে বেশি ক্লিন শিট ঝুলিতে নিয়ে এডুয়ার্ড মেন্ডি বলেছেন, "আমি জানি আমার অনেক ক্লিন শিট রয়েছে। কিন্তু আমি সেগুলি গুনে রাখি না। কারণ আমি মনে করি গোলকিপার হল সেই ব্যক্তি যার কাজই থামানো। ১০ জন প্রতিপক্ষকে থামানোই থাকে আমার মূল লক্ষ্য। আমার জন্য দলের পারফরম্যান্স ভালো হলে খুশি হই।" (সৌজন্যে-টুইটার)

3 / 5
চেলসি ছাড়া এডুয়ার্ড মেন্ডি জাতীয় দল সেনেগালের হয়ে খেলেন।(সৌজন্যে-টুইটার)

চেলসি ছাড়া এডুয়ার্ড মেন্ডি জাতীয় দল সেনেগালের হয়ে খেলেন।(সৌজন্যে-টুইটার)

4 / 5
১৩ বছর বয়সে এডুয়ার্ড মেন্ডি প্রথম লে হাভার এসির যুব অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করেছিলেন।(সৌজন্যে-টুইটার)

১৩ বছর বয়সে এডুয়ার্ড মেন্ডি প্রথম লে হাভার এসির যুব অ্যাকাডেমিতে কেরিয়ার শুরু করেছিলেন।(সৌজন্যে-টুইটার)

5 / 5