ব্লুজদের হিরো এডুয়ার্ড মেন্ডি
এডুয়ার্ড মেন্ডি (Edouard Mendy)। ব্লুজদের হিরো। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে, আলোড়ন তুলেছেন চেলসির (Chelsea) ২৯ বছর বয়সী গোলকিপার। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ১১টি ম্যাচে ৮টি ক্লিন শিট তাঁর দখলে। তাঁর দুর্দান্ত সেভ বেঞ্জেমাদেরও আটকে দিয়েছে সেমি ফাইনালে। চড়াই উতরাই পেরিয়ে আজ এই সাফল্যের শিখরে পৌঁছেছেন এডুয়ার্ড মেন্ডি। বেকারত্বের ফলে সাত বছর আগে ফুটবল খেলাই ছেড়ে দেবেন ভেবেছিলেন মেন্ডি। কিন্তু তাঁর অক্লান্ত পরিশ্রমের মূল্য অবশেষে পেলেন তিনি।
Most Read Stories