Diego Maradona: মারাদোনাহীন দু’বছর কাটিয়ে ফেলল বিশ্ব
দেখতে দেখতে দু'বছর পেরিয়ে গেল দিয়েগো মারাদোনা নেই এই পৃথিবীতে। মারাদোনাহীন পৃথিবীটা কেমন? উত্তরটা বড়ই কষ্টকর। ঈশ্বর কি কখনও মারা যান? আর ফুটবল ঈশ্বর হলে? এই প্রশ্নের উত্তরে মারাদোনার কোটি কোটি ভক্তদের চোখের কোনে জল চিক চিক করে উঠবেই। আজ মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই প্রথম মারাদোনাহীন বিশ্বকাপও হচ্ছে।
Most Read Stories