Diego Maradona: মারাদোনাহীন দু’বছর কাটিয়ে ফেলল বিশ্ব

দেখতে দেখতে দু'বছর পেরিয়ে গেল দিয়েগো মারাদোনা নেই এই পৃথিবীতে। মারাদোনাহীন পৃথিবীটা কেমন? উত্তরটা বড়ই কষ্টকর। ঈশ্বর কি কখনও মারা যান? আর ফুটবল ঈশ্বর হলে? এই প্রশ্নের উত্তরে মারাদোনার কোটি কোটি ভক্তদের চোখের কোনে জল চিক চিক করে উঠবেই। আজ মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই প্রথম মারাদোনাহীন বিশ্বকাপও হচ্ছে।

| Edited By: | Updated on: Nov 25, 2022 | 9:45 AM
দেখতে দেখতে দু'বছর পেরিয়ে গেল দিয়েগো মারাদোনা নেই এই পৃথিবীতে। মারাদোনাহীন পৃথিবীটা কেমন? উত্তরটা বড়ই কষ্টকর। ঈশ্বর কি কখনও মারা যান? আর ফুটবল ঈশ্বর হলে? এই প্রশ্নের উত্তরে মারাদোনার কোটি কোটি ভক্তদের চোখের কোনে জল চিক চিক করে উঠবেই। আজ মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই প্রথম মারাদোনাহীন বিশ্বকাপও হচ্ছে। (ছবি-টুইটার)

দেখতে দেখতে দু'বছর পেরিয়ে গেল দিয়েগো মারাদোনা নেই এই পৃথিবীতে। মারাদোনাহীন পৃথিবীটা কেমন? উত্তরটা বড়ই কষ্টকর। ঈশ্বর কি কখনও মারা যান? আর ফুটবল ঈশ্বর হলে? এই প্রশ্নের উত্তরে মারাদোনার কোটি কোটি ভক্তদের চোখের কোনে জল চিক চিক করে উঠবেই। আজ মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই প্রথম মারাদোনাহীন বিশ্বকাপও হচ্ছে। (ছবি-টুইটার)

1 / 5
২০২০ সালের ২৫ নভেম্বর। দিনটা পারলে মারাদোনা প্রেমীরা আসতেই দিত না। কারণ, ওই দিনই ইহ জগতের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ফুটবল রাজপুত্র। (ছবি-টুইটার)

২০২০ সালের ২৫ নভেম্বর। দিনটা পারলে মারাদোনা প্রেমীরা আসতেই দিত না। কারণ, ওই দিনই ইহ জগতের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ফুটবল রাজপুত্র। (ছবি-টুইটার)

2 / 5
২০২০ সালের আজকের দিনে ৬০ বছরের মারাদোনার মৃত্যুর খবরটা চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বুয়েনস আইরেসের ঘরে ঘরে বিশেষ করে উঠেছিল কান্নার রোল। (ছবি-টুইটার)

২০২০ সালের আজকের দিনে ৬০ বছরের মারাদোনার মৃত্যুর খবরটা চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বুয়েনস আইরেসের ঘরে ঘরে বিশেষ করে উঠেছিল কান্নার রোল। (ছবি-টুইটার)

3 / 5
৫ ফুট ৫ ইঞ্চির মারাদোনার বাঁ পায়ের জাদুতে মোহিত হত ফুটবল বিশ্ব। এখনও তাঁর পুরনো ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে তাঁর অনুরাগীরা। অতীতে একাধিক ফুটবলারের অনুপ্রেরণা ছিলেন তিনি, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। (ছবি-টুইটার)

৫ ফুট ৫ ইঞ্চির মারাদোনার বাঁ পায়ের জাদুতে মোহিত হত ফুটবল বিশ্ব। এখনও তাঁর পুরনো ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে তাঁর অনুরাগীরা। অতীতে একাধিক ফুটবলারের অনুপ্রেরণা ছিলেন তিনি, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। (ছবি-টুইটার)

4 / 5
ফুটবল যতদিন থাকবে, ফুটবল রাজপুত্রও পূজিত হবেন। কারণ, ঈশ্বর যে অমর। আর মারাদোনা অমর হয়ে রয়েছেন তাঁর কোটি কোটি সমর্থকদের মনে। (ছবি-টুইটার)

ফুটবল যতদিন থাকবে, ফুটবল রাজপুত্রও পূজিত হবেন। কারণ, ঈশ্বর যে অমর। আর মারাদোনা অমর হয়ে রয়েছেন তাঁর কোটি কোটি সমর্থকদের মনে। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: