WAL vs ENG, IRN vs USA Live Score: গ্রুপ বি থেকে নকআউটে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
WALES vs ENGLAND, IRAN vs USA FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ বি-র, ওয়েলস বনাম ইংল্যান্ড (WALES vs ENGLAND) এবং ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র (IRAN vs USA) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আল রায়ান : কাতার বিশ্বকাপে আজ বেশ কিছু দলের অগ্নি পরীক্ষার দিন ছিল। গ্রুপ এ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল। গ্রুপ বি-তে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল ওয়েলস এবং ইংল্যান্ড। আল রায়ান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইংল্য়ান্ড (WAL vs ENG)। বরাবরের মতো ‘ইটস কামিং হোম’ স্লোগান নিয়েই কাতারে পা রেখেছে ইংল্যান্ড ফুটবলার, সমর্থকরা। দেশে অপেক্ষা করছেন লাখো ইংল্যান্ড সমর্থক। বিশেষজ্ঞদের মতে, এ বার সেরা দল রয়েছে ইংল্যান্ডের। বিশ্বকাপের অন্যতম ফেভারিট গ্যারেথ সাউথগেটের দল। ওয়েলসের বিরুদ্ধে ৩-০’র জয়ে বুঝিয়ে দিল, কতটা প্রস্তুত তারা। ড্র করলেই শেষ ষোলোয় যেত ইংল্যান্ড। ১৯৫৮ সালের পর বিশ্বকাপে সুযোগ পাওয়া ওয়েলস কোনও ম্যাচ না জিতেই বিদায় নিল। অন্য ম্যাচে, একই সময় নেমেছিল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র (IRN vs USA)। ইরানকে ১-০ হারিয়ে নকআউটে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE NEWS & UPDATES
-
রেকর্ড অ্যালার্ট
মার্কাস ব়্যাশফোর্ডের দ্বিতীয় গোলে ইংল্যান্ডের নজির। বিশ্বকাপের মঞ্চে শততম গোল করল ইংল্য়ান্ড। জোডা় গোলের নায়ক মার্কাস ব়্যাশফোর্ড।
-
স্ট্যান্ডিং…
এখনও অবধি গ্রুপের যা স্ট্যান্ডিং, নকআউটের পথে ইংল্য়ান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যদি না ম্যাচের স্কোর লাইন বদলায়। তবে ইংল্যান্ডের শেষ ষোলো সময়ের অপেক্ষা।
-
-
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল ইংল্যান্ডের
- ওয়েলস বনাম ইংল্য়ান্ড ম্য়াচ প্রথমার্ধ গোল শূন্য ছিল।
- দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড গ্য়ালারিতে প্রাণ ফিরল।
- দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে (৫০) ইংল্য়ান্ডকে এগিয়ে দেন মার্কাস ব়্যাশফোর্ড।
- পর মুহূর্তেই ব্যবধান বাড়ান ফিল ফডেন।
-
হাফটাইম আপডেট
ইংল্য়ান্ড বনাম ওয়েলস ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য।
অন্য ম্যাচে ইরানের বিরুদ্ধে ১-০ এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৩৮ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।
-
ক্রিয়েটিভ!
ফ্রি-কিক পেয়েছিল ইংল্য়ান্ড। ক্রিয়েটিভ ফ্রি-কিক। যদিও কোনও কাজে আসেনি তাদের পরিকল্পনা।
-
-
অনবদ্য সেভ
মার্কাস ব়্যাশফোর্ড গোলের সুযোগ পেয়েছিলেন। যদিও ওয়েলস গোলরক্ষক অনবদ্য সেভ করেন।
-
চোট সারিয়ে প্রথম একাদশে আলিরেজা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে, সতীর্থের সঙ্গে ধাক্কায় গুরুতর চোট পেয়েছিলেন ইরান গোলরক্ষক আলিরেজা। এ দিন শুরু থেকেই খেলছেন তিনি।
? We’ve got team news from #IRN and #USA#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
-
ইরানের বিরুদ্ধে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র …
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম একাদশ দেখে নিন…
The youngest starting XI at #Qatar2022 thus far. ??
Full Lineup Notes » https://t.co/QTnkPEKnw2 #USMNT x @Visa pic.twitter.com/TaaG7eI52N
— U.S. Men’s National Soccer Team (@USMNT) November 29, 2022
-
দেখে নিন ওয়েলসের একাদশ
গ্য়ারেথ বেলদের মরণ বাঁচন ম্যাচ…
?????????????? | #FIFAWorldCup
The Cymru XI to play Lloegr.
Give ’em some Welsh Siwgr!#ArBenYByd | #TogetherStronger pic.twitter.com/boQVdUBzME
— Wales ??????? (@Cymru) November 29, 2022
-
ইংল্যান্ড একাদশে বড় চমক
ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশ ঘোষণা। বড় চমক রয়েছে। ফিল ফডেনকে প্রথম একাদশে রেখেছেন কোচ গ্যারেথ সাউথগেট! এক নজরে দেখে নেওয়া যাক- জর্ডন পিকফোর্ড, কাইল ওয়াকার, লুক শ, ডেক্লান রাইস, জন স্টোনস, হ্য়ারি ম্য়াগুয়ের, জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন, মার্কাস ব়্যাশফোর্ড, ফিল ফডেন, জুড বেলিংহ্য়াম
Your #ThreeLions team news is in! ? pic.twitter.com/CdisdXcSTv
— England (@England) November 29, 2022
-
গ্রুপ বি-র ভাগ্য নির্ধারণ
TV9Bangla-র লাইভে স্বাগত। গ্রুপ বি থেকে কোন দুটি দল নকআউটে জায়গা করে নেবে, তারই অপেক্ষা। ইংল্যান্ড নামছে ওয়েলসের বিরুদ্ধে। অন্য ম্যাচে মুখোমুখি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।
Published On - Nov 29,2022 11:30 PM