AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2025: ডুরান্ড উদ্বোধনে মুখ্যমন্ত্রী, টিকিট বণ্টন নিয়ে বড় আপডেট ক্রীড়ামন্ত্রীর

Durand Cup 2025 Opening: মালয়েশিয়া আর নেপাল থেকেও একটি করে টিম অংশ নেবে। ডুরান্ডে টিকিট বণ্টন নিয়ে প্রত্যেক বারই ক্ষোভ উগড়ে দেয় কলকাতার ক্লাবগুলো। যদিও পর্যাপ্ত পরিমাণ টিকিট কলকাতার ক্লাবগুলোকে দেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর।

Durand Cup 2025: ডুরান্ড উদ্বোধনে মুখ্যমন্ত্রী, টিকিট বণ্টন নিয়ে বড় আপডেট ক্রীড়ামন্ত্রীর
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jul 17, 2025 | 5:20 PM
Share

কলকাতা: ভারতীয় ফুটবলে নতুন মরসুম শুরু। ২৩ তারিখ থেকে শুরু ডুরান্ড কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। কলকাতার তিন প্রধান ছাড়াও এ বারের ডুরান্ডে খেলবে ডায়মন্ডহারবার এফসি। বাড়ছে প্রাইজ মানিও। মোট ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে। আইএসএলের ৬টা ক্লাব, আই লিগের ৬টা ক্লাব ছাড়াও সেনার ৩টে টিম খেলবে। মালয়েশিয়া আর নেপাল থেকেও একটি করে টিম অংশ নেবে। ডুরান্ডে টিকিট বণ্টন নিয়ে প্রত্যেক বারই ক্ষোভ উগড়ে দেয় কলকাতার ক্লাবগুলো। যদিও পর্যাপ্ত পরিমাণ টিকিট কলকাতার ক্লাবগুলোকে দেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়া কিশোরভারতী ক্রীড়াঙ্গনেও অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। যুবভারতীতে তিন প্রধান ও ডায়মন্ডহারবারকে প্রত্যেক ম্যাচে সাধারণ গ্যালারির জন্য ৫ হাজার করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। এ ছাড়া দেওয়া হবে ২০০ ভিআইপি কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি, বক্সের জন্যও নির্দিষ্ট পরিমাণ টিকিট বরাদ্দ রেখেছে ডুরান্ড কমিটি ও ক্রীড়া দফতর। ডার্বির ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় এক। ভিআইপি টিকিটের ক্ষেত্রে তখন ১৫০ করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে। অর্থাৎ ডুরান্ডে প্রত্যেক বার কলকাতার ক্লাবগুলো টিকিট বণ্টনে যে অসামঞ্জস্যতার অভিযোগ করে, তা এবার হবে না বলেই আশাবাদী রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এ ছাড়া নির্দিষ্ট পরিমাণ প্রাইস টিকিট কেটেও সমর্থকরা খেলে দেখতে পারবেন।

২৩ তারিখ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের পরবর্তী ম্যাচ ৬ অগস্ট নামধারী এফসি আর ১০ অগস্ট বায়ুসেনার বিরুদ্ধে। ৩১ জুলাই ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। কিশোরভারতীতে প্রথম ম্যাচেই মহমেডানের সামনে সবুজ-মেরুন। ৪ অগস্ট বিএসএফ আর ৯ অগস্ট ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের।