AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সে দিনের ‘১০ নম্বর’ই এখন কোহলিদের পরিত্রাতা

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ এখন ২-২। শনিবার সিরিজের ফাইনাল। আত্মবিশ্বাসকে সঞ্চয় করেই শনিবার মাঠে নামছেন বিরাটরা।

সে দিনের '১০ নম্বর'ই এখন কোহলিদের পরিত্রাতা
সৌজন্যে-আইসিসি টুইটার
| Updated on: Mar 18, 2021 | 11:39 PM
Share

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ভারত – ১৮৫/৮ (২০ ওভার) ইংল্যান্ড- ১৭৭/৮ (২০ ওভার)

বছর দুয়েক আগের একটা ঘটনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শার্দূল ঠাকুরের। পরনে ছিল ১০ নম্বর জার্সি। হইচই পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। সচিন তেন্ডুলকরের ‘১০ নম্বর’ জার্সিকে আজীবনের জন্য স্বীকৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সচিনের জার্সি পরেই কিনা অভিষেক হল অনামী শার্দূল ঠাকুরের! বোর্ডের ওই একটা ভুলে নড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। ভারতে ক্রিকেট যদি ধর্ম হয়, তাহলে সচিন তেন্ডুলকর হলেন ‘দেবতা’। তাই বোর্ডের ওই ভুলকে ভালো চোখে নেয়নি আসমুদ্রহিমাচল। যার জন্য সোশ্যাল নেটওয়ার্কে ট্রোলড হতে হয় শার্দূল ঠাকুরকে। সেই ম্যাচের পর বদলে দেওয়া হয় শার্দূলের জার্সি নম্বর। তবে দেশের ক্রিকেট ভক্তরা শার্দূল ঠাকুরের কাছে কৃতজ্ঞ থাকতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্টে বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট (দুই ইনিংস মিলিয়ে)। আর প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ৬৭ রান।

২ মাস বাদে ফের দেশবাসীকে স্বস্তি দিলেন সেই শার্দূল ঠাকুর। গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিলেন। শুধু তাই নয়, শেষ ওভারেও বল হাতে মান রাখলেন শার্দূল। একটা সময় চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত ভারতকে জয় এনে দিলেন তিনি। রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।

এ দিনও টস ভাগ্য সহায় ছিল না বিরাট কোহলির। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান মর্গ্যান। এ দিনও ব্যর্থ রোহিত শর্মা আর লোকেশ রাহুল। ১২ রানে আউট হন হিটম্যান। রাহুলের সংগ্রহ ১৪। অধিনায়ক বিরাট কোহলি ফিরলেন মাত্র ১ রানে। সেখানে থেকে ভারতের ইনিংসকে লড়াকু জায়গায় পৌঁছে দেন সূর্যকুমার যাদব। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমারের অভিষেক হলেও, সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন। তবে ম্যাচ শুরুর আগে ঈশান কিষানের কুঁচকির চোট এ দিন ফের দরজা খুলে দেয় সূর্যকুমারের। তিন নম্বরে ব্যাট করতে এসেই নিজেকে প্রমাণ করলেন মুম্বইকর। ৩১ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস উপহার সূর্যকুমারের। ইনিংসে সাজানো ৩টি ছয় ও ৬টি চার। কোহলি-রোহিতদের ব্যর্থতার দিনে আর্চার-উডদের বিরুদ্ধে একা বুক চিতিয়ে লড়লেন সূর্যকুমার যাদব। শ্রেয়স আইয়ারের ১৮ বলে ৩৭ আর ঋষভ পন্থের ২৩ বলে ৩০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে ভারত।

শুরুতেই বাটলারকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রাথমিক ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। এরপর মালানকে ব্যক্তিগত ১৪ রানের মাথায় আউট করেন রাহুল চাহার। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে এ দিন চাহারকে খেলায় টিম ম্যানেজমেন্ট। ক্রিজে জমে যাওয়া জেসন রয়কে প্যাভিলিয়নে ফেরান হার্দিক পান্ডিয়া। ৪০ রান করেন রয়। আন্তার্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূরণ করলেন এই ডান হাতি ওপেনার। ব্যক্তিগত ২৫ রানে রাহুল চাহারের বলে আউট হন জনি বেয়ারস্টো। তবে ইংল্যান্ডকে আসল ধাক্কাটা দেন শার্দূল ঠাকুর। পর পর দু’বলে দুটি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি। প্যাভিলিয়নে ফিরিয়ে দেন বেন স্টোকসকে। ২৩ বলে ৪৬ রান করেন স্টোকস। পরের বলেই আউট হন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

আরও পড়ুন: India vs England 2021, 4th T20, highlights: সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত

ভারত জিতলেও তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন থাকল। ভারতের সূর্যকুমার যাদব আর ওয়াশিংটন সুন্দরের আউট নিয়ে তৈরি হল বিতর্ক। সাম ক্যুরানের বলে আউট হন সূর্যকুমার যাদব। ক্যাচ নেন মালান। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেন। এরপর তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলে তিনিও আউটের সিদ্ধান্ত দেন। তবে সূর্যকুমার যাদব আদৌ আউট ছিলেন কিনা তা ভিডিয়োতে পরিস্কার বোঝা যায়নি। ভিডিয়ো ফুটেজে একটা অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয়, মালান ক্যাচটা নেওয়ার সময় বল মাটিতে লেগেছিল। রিপ্লেতে পরিস্কার বোঝা না যাওয়ায় ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার। যা দেখে টুইটারে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে একহাত নেন বীরেন্দ্র সেওয়াগ, ওয়াসিম জাফররা। ওয়াশিংটন সুন্দরের আউটের ক্ষেত্রেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব হন নেটিজেনরা। ওয়াশিংটন সুন্দরের ক্যাচ নেন আদিল রাশিদ। সেখানেও ভিডিয়ো ফুটেজে একটা অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয়, আদিল রাশিদ ক্যাচ নেওয়ার সময় তাঁর একটা পা বাউন্ডারি লাইনে টাচ করেছিল।

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ এখন ২-২। শনিবার সিরিজের ফাইনাল। আত্মবিশ্বাসকে সঞ্চয় করেই শনিবার মাঠে নামছেন বিরাটরা।

সংক্ষিপ্ত স্কোর: ভারত- ১৮৫/৮ (সূর্যকুমার যাদব ৫৭, শ্রেয়স ৩৭, পন্থ ৩০, আর্চার ৪/৩৩), ইংল্যান্ড- ১৭৭/৮ (স্টোকস ৪৬, রয় ৪০, শার্দূল ৩/৪২, হার্দিক ২/১৬ চাহার ২/৩৫)। ৮ রানে জয়ী ভারত। সিরিজ ২-২।