Archery World Cup: তিনকন্যার দাপট, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের

প্যারিসে অনুষ্ঠিত হওয়া তিরন্দাজি বিশ্বকাপে ভারতের আরও পদকের আশা রয়েছে।

Archery World Cup: তিনকন্যার দাপট, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের
Archery World Cup: তিনকন্যার দাপট, তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের
Follow Us:
| Updated on: Jun 27, 2021 | 3:09 PM

প্যারিস: তিরন্দাজি বিশ্বকাপের (Archery World Cup) স্টেজ থ্রি ইভেন্টে আজ, রবিবার সোনা জিতল ভারতীয় মহিলাদের রিকার্ভ দল (India women’s recurve team)। তিনকন্যার কামাল তিরন্দাজি বিশ্বকাপে। মহিলাদের রিকার্ভ দলে রয়েছেন দীপিকা কুমারি (Deepika Kumari), কমলিকা বারি (Komalika Bari) এবং অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। দীপিকা কুমারিরা প্রতিপক্ষ মেক্সিকোকে ফাইনালে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নিয়েছে।

বিশ্ব আর্চারির পক্ষ থেকে টুইটারে লেখা হয়, “প্যারিসে সোনা পেল ভারত।” যদিও এই টুর্নামেন্টটি অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের মধ্যে পড়ছে না। উল্লেখ্য, গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত হওয়া টোকিও গেমসের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা রিকার্ভ দল। কলম্বিয়ার বিরুদ্ধে ০-৬ পয়েন্টে হারেন দীপিকা কুমারিরা।

প্যারিসের তিরন্দাজি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কিন্তু আপাতত বেশ ভালো। ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন অভিষেক ভার্মা (Abhishek Verma)। শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে আমেরিকার ক্রিস স্কাফকে হারান অভিষেক।

প্যারিসে অনুষ্ঠিত হওয়া তিরন্দাজি বিশ্বকাপে ভারতের আরও পদকের আশা রয়েছে। কারণ, রিকার্ভ মিক্সড বিভাগের ফাইনালে উঠেছেন দীপিকা কুমারি-অতনু দাস জুটি। তা ছাড়াও ব্যাক্তিগত বিভাগের সেমিফাইনালে উঠেছেন দীপিকা কুমারি।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020 : তীরন্দাজি বিশ্বকাপে সোনা অভিষেক বর্মার