Vote in Birbhum: ভোটের দিন শুনশান, থমথমে বগটুই, রায় যাবে কোনদিকে?
Vote in Birbhum: এদিন সকাল থেকেই আবার বীরভূমের নানা প্রান্ত থেকে এসেছে লাগাতার অশান্তি ছবি। সিউরি থেকে খয়রাশোল, নানুর, সর্বত্রই দেখা গিয়েছে উত্তেজনার ছবি। একাধিক জায়গায় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে।
বগটুই: নির্বাচনের দিন সকাল থেকে থমথমে বগটুই। ২০২২ এর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই একাধিক পালা বদলের সাক্ষী এই গ্রাম। লোকসভা নির্বাচনে বীরভূমের যে কিছু জায়গায় সংখ্যালঘু ভোট তার মধ্যে অন্যতম এই গ্রাম। বীরভূম তথা রাজ্যের রাজনীতিতেও বেশ চর্চিত এই বগটুই। বীরভূমে নির্বাচন এলেই বারবার ফিরেফিরে এসে সংখ্যালঘু ফ্যাক্টরের কথা। জেলার যে সমস্ত এলাকা সংখ্যালঘু অধ্যুষিত বলে পরিচিত তারমধ্যে একেবারে উপরের দিকে রয়েছে বগটুই। তাই এবার সেখানে ভোট কেমন হয় সেদিকে নজর ছিল সকলেরই।
২০২২ সালের মার্চ মাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে বগটুইয়ে। মৃত্যু হয়েছিল বহু মানুষের। এই ঘটনার পর বারবার সামনে আসে মিহিলাল শেখের নাম। এদিন চতুর্থ দফার ভোটের সকালে তিনি আবার পঞ্চায়েত ভোটের হিংসার কথা মনে করালেন। বললেন, গত পঞ্চায়েত ভোটে তো সব লুঠপাঠ করে ভোট হয়েছে। মানুষকে ভোট দেখিয়ে ভোট হয়েছে। এই গোটা গ্রামে মুসলিমদের সংখ্য়াই বেশি। সবাই তো পরিবর্তন চাইছে। এখন দেখার রায়টা কোনদিকে যায়।
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আবার বীরভূমের নানা প্রান্ত থেকে এসেছে লাগাতার অশান্তি ছবি। সিউরি থেকে খয়রাশোল, নানুর, সর্বত্রই দেখা গিয়েছে উত্তেজনার ছবি। একাধিক জায়গায় তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। কোথাও উঠেছে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কোথাও আবার বুথ জ্যামের অভিযোগ।