Nandu Natekar: প্রথম মালয়েশিয়ান ওপেন জেতা ভারতীয় শাটলার নন্দু মারা গেলেন

ভারতের ব্যাডমিন্টন জগতে অত্যন্ত বড় নাম ছিলেন নন্দু নাটেকার (Nandu Natekar)। ১০০-র উপর জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিলেন।

Nandu Natekar: প্রথম মালয়েশিয়ান ওপেন জেতা ভারতীয় শাটলার নন্দু মারা গেলেন
Nandu Natekar: প্রথম মালয়েশিয়ান ওপেন জেতা ভারতীয় শাটলার নন্দু মারা গেলেন (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 12:40 PM

পুনে: ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ার নন্দু নাটেকর মারা গেলেন। বয়স হয়েছিল ৮৮। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন। ভারতের ব্যাডমিন্টন জগতে অত্যন্ত বড় নাম ছিলেন নন্দু নাটেকার (Nandu Natekar)। ১০০-র উপর জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)।

পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্ম হয়েছিলেন নন্দু। ১৫ বছরের কেরিয়ারে প্রচুর সাফল্য পেয়েছেন। ৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৫৬ সালে প্রথম ভারতীয় হিসেবে মালয়েশিয়াতে জিতেছিলেন আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৯৫৪ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সব মিলিয়ে নন্দু ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের আইকন। ১৯৬১ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে নন্দু নাটেকারের একটা বিশেষ জায়গা বরাবর রয়েছে। একদিকে যেমন ছিলেন দারুণ ব্যাডমিন্টন প্লেয়ার, তেমনই ছিলেন আইকন। ওঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আনুপ্রাণিত করেছে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

মাস তিনেক অসুস্থ ছিলেন। বুধবার সকালে মারা গিয়েছেন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, করোনার কারণে কোনও স্মরণসভার আয়োজন করা হচ্ছে না। নন্দু রেখে গেলেন তাঁর একমাত্র ছেলেকে। নন্দু নাটেকারের ছেলে গৌরভ নাটেকর, একজন নামকরা টেনিস প্লেয়ার। যিনি ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং লিয়েন্ডার পেজের সাথে জুটিতে ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: পরের ম্যাচে আরও আগ্রাসী খেলব, বলছেন সিন্ধু