Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022 : জার্সির নেশায় কয়েক লক্ষ খরচ এক ফুটবলপ্রেমীর

Football Jersey: ফুটবলের প্রতি ভালবাসা ও সম্মান দেখে মুগ্ধ গোটা দেশ। অক্টোবরে মিশন পূর্ণ করার পর এখন নরম্যাল জামাকাপড়ে ফিরেছেন। তবে জার্সি পরাকে মিস করছেন বলে জানান তিনি। অ্যান্টোনিওর অপেক্ষা এখন বিশ্বকাপ শুরুর।

FIFA World Cup 2022 : জার্সির নেশায় কয়েক লক্ষ খরচ এক ফুটবলপ্রেমীর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 7:11 PM

নয়াদিল্লি : প্রিয় খেলোয়াড়ের জার্সি কেনার প্রতি আগ্রহ দেখান অনেক ভক্তই। লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লেব্রন জেমসদের নতুন জার্সির রেপ্লিকা বাজারে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় লাখ লাখ কপি। আর এ বার এক ফুটবল অনুরাগী বিভিন্ন দেশের জার্সি (Jersey) সংগ্রহ করে রেকর্ড গড়লেন। তাঁর ওয়াড্রোবে রয়েছে ৫০০টিরও বেশী জার্সি! এটাই নেশা এই ফুটবলপ্রেমীর। তাঁর এই নেশায় অবাক গোটা বিশ্ব। কে সেই ফুটবলপ্রেমী? খোঁজ দিল TV9 Bangla

ইংল্যান্ডের পটসমাথের বাসিন্দা ৩৬ বছরের অ্যান্টোনিও মাসারি তাঁর জার্সির প্রতি ভালবাসা জানিয়েছেন,”আমি আমার জীবন এই সুন্দর খেলা ফুটবলের প্রতি উৎসর্গ করতে চাই। তাই বিশ্বকাপের আগে প্রত্যেকটা দিন গোটা বছর ধরে বিভিন্ন দেশের জার্সি পরে কাটিয়েছি।” ক্রিসমাসের দিনও তাঁর গায়ে দেখা যায় ওয়েলসের ২০০৯ সালের একটি জার্সি। বিশ্বকাপের আগে তাঁর সম্ভারের সমস্ত জার্সি পরে ফেলার লক্ষ্য ছিল। অক্টোবরের মধ্যে তাঁর লক্ষ্যে পৌঁছতে সফল হয়েছেন তিনি। এই জার্সির কালেকশনের জন্য তিনি ব্যায় করেছেন ১০,০০০ ডলার! ভারতীয় মুদ্রায় যার হিসেব দাঁড়ায় প্রায় ৮ লক্ষ ১৫ হাজার টাকা।

শুধু বিভিন্ন দেশের জার্সিই নয়, মহিলাদের প্রতি সম্মান জানিয়ে তিনি এসি মিলান মহিলা দলের একটি জার্সিও পরেন। সেটি অবশ্য উপহার পেয়েছিলেন। তিনি আরও বলেন, ‘জার্সি একটা দেশকে প্রতিনিধিত্ব করে, জার্সি একটা দেশের গল্প বলে। তাই আমি জার্সিকে ভালবেসে যেতে চাই।” তাঁর ফুটবলের প্রতি ভালবাসা ও সম্মান দেখে মুগ্ধ গোটা দেশ। অক্টোবরে মিশন পূর্ণ করার পর এখন নরম্যাল জামাকাপড়ে ফিরেছেন। তবে জার্সি পরাকে মিস করছেন বলে জানান তিনি। অ্যান্টোনিওর অপেক্ষা এখন বিশ্বকাপ শুরুর।